E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

গাজীপুরে নিখোঁজ স্কুল ছাত্রীর লাশ ডোবা থেকে উদ্ধার

২০১৫ আগস্ট ৩১ ২১:২৭:৪৩
গাজীপুরে নিখোঁজ স্কুল ছাত্রীর লাশ ডোবা থেকে উদ্ধার

গাজীপুর প্রতিনিধি :গাজীপুরের কাশিমপুর থেকে নিখোঁজ এক স্কুল ছাত্রীর লাশ সোমবার একটি ডোবা থেকে উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় কফিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী নার্গিস আক্তার (১৪) কাশিপুরের লতিফপুর এলাকার আব্বাস উদ্দিনের মেয়ে। গত শনিবার রাত থেকে সে নিখোঁজ ছিল।

জয়দেবপুর থানার চক্রবর্তী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো: মামুন জানান, শনিবার রাত থেকে নার্গিস নিখোঁজ ছিল। সোমবার সকালে কাশিমপুর-পানিশাইল সড়কের পাশের ডোবায় লাশ ভাসতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। বেলা ১২টার দিকে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

তিনি জানান, নিহতের শরীর ফুলে ওঠেছে এবং মুখের এক পাশে আঘাতের চিহ্ন রয়েছে। অন্তত দুই দিন আগে দুর্বৃত্তরা তাকে হত্যা করে লাশ ওই স্থানে ফেলে রেখে গেছে বলে তার ধারণা।


(এসএএস/এসসি/আগস্ট৩১,২০১৫)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test