E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

জকিগঞ্জে জন্মাষ্ঠমীর শোভাযাত্রা

২০১৫ সেপ্টেম্বর ০৫ ২০:২৮:২৫
জকিগঞ্জে জন্মাষ্ঠমীর শোভাযাত্রা

জকিগঞ্জ(সিলেট)প্রতিনিধি:জকিগঞ্জ কেন্দ্রীয় মন্দির পালপাড়াস্থ শ্রীমন মহাপ্রভূর মন্দির ও আলমনগরস্থ নারায়ন মন্দির থেকে পৃথক শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। শোভা যাত্রা পরবর্তী আলোচনা সভা, কীর্তন, প্রতিযোগিতা ও প্রসাদ বিতরণ করা হয়। পালপাড়াস্থ শ্রীমন মহাপ্রভূর মন্দিরে সার্বজনীন জন্মাষ্ঠমী উদ্যাপন পরিষদ সভাপতি সজল বর্ম্মণের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক কিরণ রায়ের উপস্থাপনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র আব্দুল মালেক ফারুক, উপজেলা আওয়ামীলীগ সভাপতি লোকমান উদ্দিন, সাধারণ সম্পাদক মোস্তাকিম হায়দর, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহবায়ক আব্দুল আহাদ, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সাজনা সুলতানা হক চৌধুরী।

অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পূজা পরিষদ সভাপতি নীলমনি রায়, সাধারণ সম্পাদক সঞ্জয় চন্দ্র নাথ, সাবেক সভাপতি জ্যোতিষ চন্দ্র পাল, বাবুল চন্দ্র নাথ, শুভ্রকান্তি দাস চন্দন, হীরালাল বিশ্বাস, বিভাষ পাল, আওয়ামীলীগ নেতা সারোয়ার হোসেন রাজা, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর, শক্তিধর পাল, সুজন দে প্রমূখ। আলমনগরস্থ সত্য নারায়ন মন্দিরে সনাতন রায়ের সভাপতিত্বে ও সিপুল বিশ্বাস এবং পাচু মোহন বিশ্বাসের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. ইকবাল আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র আব্দুল মালেক ফারুক, উপজেলা আওয়ামীলীগ সভাপতি লোকমান উদ্দিন, সাধারণ সম্পাদক মোস্তাকিম হায়দর, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহবায়ক ফারুক আহমদ, আব্দুল আহাদ, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সাজনা সুলতানা হক চৌধুরী। অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ সভাপতি ডা. বিভাকর দেশমূখ্য, বিজয় দত্ত পুরকায়স্থ, ভূলন দেব, নির্মল রায়, সিতেন্দ্র দাস, কাশ্যপ কল্যাণ সভাপতি নবেন্দু কুমার রায়, সঞ্জয় কুমার বিশ্বাস প্রমূখ।

(এসকেপি/এসসি/সেপ্টেম্বর ০৫,২০১৫)
(এসকেপি/এসসি/সেপ্টেম্বর ০৫,২০১৫)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test