E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বালিয়াকান্দিতে পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি, আহত ২

২০১৪ মে ২৪ ১৫:১২:৩৫
বালিয়াকান্দিতে পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি, আহত ২

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের ডাঙ্গাহাতি মোহন গ্রামে শুক্রবার গভীর রাতে অবসরপ্রাপ্ত এক পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতদল পুলিশ কর্মকর্তা দীপক বিশ্বাস ও তার স্ত্রী অনিমা বিশ্বাসকে কুপিয়ে নগদ টাকা স্বর্ণালংকার সহ তিন লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়ে যায়।

আহত দীপক বিশ্বাস জানান, রাত দেড়টার দিকে ১০/১২ জনের একদল সশস্ত্র ডাকাত তার ঘরের দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে তাকে ও তার স্ত্রীকে কুপিয়ে জখম করে। এরপর ঘরে থাকা নগদ ৭২ হাজার টাকা, দুই ভরি স্বর্ণালংকার, দুটি মোবাইল সেটসহ ঘরের মূল্যবান জিনিসপত্র লুটে নিয়ে যায়। খবর পেয়ে রাতে বালিয়াকান্দি থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
বালিয়াকান্দি থানার ওসি আবু শামা ইকবাল হায়াতের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ঘটনা শুনেই রাতেই আমরা তার বাড়িতে যাই। এটা ডাকাতি নয়। ৪/৫ জন লোক ঘরের ভেতরে ঢুকে তাদেরকে বাঁশ দিয়ে পিটিয়ে ও নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে চলে যায়। এব্যাপারে লিখিত কোন অভিযোগ হয়নি।
(এসএসসি/এএস/মে ২৪, ২০১৪)

পাঠকের মতামত:

০১ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test