E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় ট্রাক চালক নিহত

২০১৫ সেপ্টেম্বর ১৮ ১৯:১৪:০৯
বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় ট্রাক চালক নিহত

নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে এলাকায় দুই ট্রাকের সংঘর্ষে দ্বীন মোহাম্মদ (৩৬) নামে এক ট্রাক চালক নিহত ও হেলপারসহ অপর দুইজন আহত হয়েছে। শুক্রবার নাটোর-পাবনা মহাসড়কের কয়েন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

বনপাড়া হাইওয়ে থানার ওসি ফুয়াদ রুহানী জানান, শুক্রবার কয়েন এলাকায় মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি বিকল ট্রাককে (ঢাকা মেট্রো ড ১৪-২১০৩) ঢাকাগামী অপর একটি দ্রুতগামী ট্রাক (যশোর ট ১১-১৫৩৩) পেছন থেকে ধাক্কা দেয়। এতে চলন্ত ট্রাকের চালক মেহেরপুর জেলার গাংনী উপজেলার ওলিনগর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে দ্বীন মোহাম্মদ ঘটনাস্থলেই নিহত ও হেলপারসহ আরো দুজন আহত হয়েছে।

(ওএস/এসসি/সেপ্টেম্বর ১৭, ২০১৫)

পাঠকের মতামত:

১৭ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test