E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

অনুদান ও শিক্ষা বৃত্তি পাওয়ায় কৃতজ্ঞতা জানাল কামরুন্নাহার

২০১৫ সেপ্টেম্বর ২১ ১৭:০৬:৩৭
অনুদান ও শিক্ষা বৃত্তি পাওয়ায় কৃতজ্ঞতা জানাল কামরুন্নাহার

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ‘বাঁশ-বেতের কাজ করে লেখাপড়ার খরচ চালায় কামরুন নাহার’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর মেধাবী কামরুন নাহার গৌরীপুর ইসলামাবাদ সিনিয়র মাদরাসায় একাদশ শ্রেণিতে ভর্তি হয়েছে।

বাঁশ-বেতের কাজ করে জিপিএ-৫ পেলেও ভর্তি নিয়ে ছিল তার শংকা। লেখাপড়া বন্ধ করে ভাই-বোনের পড়ানোর জন্য ফিরে যায় বাঁশ-বেতের কাজে। ৬ ভাই-বোনের সংসারে কামরুল নাহারের শিক্ষা খরচ যোগানো সম্ভব ছিলো না। বাবা সাইদুল ইসলাম কলা বিক্রেতা। কিন্তু সংবাদ প্রকাশের পর বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান তার পাশে দাড়ায়। রবিবার সংবাদ মাধ্যমের প্রতি কৃতজ্ঞতা জানাতে আসেন কামরুন নাহার ও তার মা।

এ সংবাদে প্রথমে তাঁর পাশে দাঁড়ায় মাদরাসা গভর্নিং বডির সভাপতি মোঃ শফিকুল ইসলাম মিন্টু। বিভিন্ন জনের দেয়া অর্থে ভর্তি কার্যক্রম ও বইসহ আনুসাঙ্গিক প্রদান করা হয়েছে বলে জানান উপাধ্যক্ষ মোঃ এমদাদুল হক। মাদরাসা অধ্যক্ষ মোঃ রুকন উদ্দিন বিনাবেতনে অধ্যয়নের সুযোগ দেন। ভালুকা ডটকমের আলহাজ্ব আলতাব আহাম্মেদ সানিও নগদ ৫হাজার টাকা অনুদান প্রদান করেন। কামরুন নাহারের লেখাপড়া চালানোর লক্ষে পেয়েছেন যমুনা ব্যাংক শিক্ষা বৃত্তি ও অনুদান। এসব সহযোগিতার কারণেই আবারও লেখাপড়া শুরু করেছে কামরুন নাহার।

(এসআইএম/এএস/সেপ্টেম্বর ২১, ২০১৫)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test