E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

ধর্মীয় অনুভূতিতে আঘাত করে ফেসবুকে লেখায় এক যুবক আটক

২০১৫ সেপ্টেম্বর ২৯ ১৩:১২:৩০
ধর্মীয় অনুভূতিতে আঘাত করে ফেসবুকে লেখায় এক যুবক আটক

মাগুরা প্রতিনিধি: ধর্মীয় অনুভূতিতে আঘাত করে ফেসবুকে লেখার অভিযোগে মাগুরার সিংড়া গ্রামের দিপু বিশ্বাস (১৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার রাত ১১টার দিকে তাকে আটক করা হয়। দিপু ওই গ্রামের বিষ্ণু বিশ্বাসের ছেল।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান- শালিখার সিংড়া গ্রামের কাঠমিস্ত্রীর সহকারী দিপু তার নিজ ফেসবুক ওয়ালে ইসলাম ধর্ম সম্পর্কে অবমাননাকর কিছু কথা লেখে। যা নিয়ে স্থানীয়রা প্রতিবাদ করে। ইসলাম অবমামনাকর ওই লেখার প্রতিবাদে সোমবার সন্ধ্যার পর স্থানীয় সিংড়া বাজারে মিছিল করে স্থানীয়রা। এ সময় এলাকায় উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে মাগুরা থেকে পুলিশ সুপার একেএম এহসানুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, সহকারি পুলিশ সুপার (সার্কেল) সুদর্শণ কুমার রায়সহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যায়। এ সময় তারা স্থানীয় জনতার বক্তব্য শোনেন ও তাদের উত্তেজনা প্রশমন করেন।

পরে স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে রাত ১১টার দিকে দিপুকে ওই এলাকার একটি বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তাকে মাগুরা সদর থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলার প্রস্তুতি চলছে।

(ডিসি/এলপিবি/সেপ্টেম্বর ২৯, ২০১৫)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test