E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

বড় ভাইয়ের মৃত্যু সংবাদ শুনে ছোট ভাইয়ের মৃত্যু

২০১৫ অক্টোবর ০৩ ১৫:১৮:৩৩
বড় ভাইয়ের মৃত্যু সংবাদ শুনে ছোট ভাইয়ের মৃত্যু

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : বড় ভাই এর  মৃত্যুর সংবাদ শুনে ছোট ভাই হার্ট এ্যর্টাকে মারা গেছেন। মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জের নওপাই গ্রামে শুক্রবার। রাতেই তাদের দু’ভাইয়ের লাশ শ্যামগঞ্জ শ্মশান ঘাটে সৎকার করা হয়।

পারিবারিক সূত্রে জানা য়ায়, শ্যামগঞ্জ বাজারের প্রবীন চিকিৎসক ও সংস্কৃতিমনা ডাঃ রেবতী মোহন পন্ডিত(৮০) শুক্রবার ভোরে ঢাকার সমরিতা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোকে গমন করেন। তার মৃত্যুর সংবাদ পেয়ে তার কাকাত ভাই নওপাই গ্রামের সত্য রঞ্জন পন্ডিত(৭০) সবদাহের প্রস্তুতি চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং অল্প সময়ের মধ্যেই তিনিও মৃত্যুর কোলে ঢলে পড়েন।

একই পরিবারের দু’ভাইয়ের মৃত্যুর সংবাদে শ্যামগঞ্জ বাজার ও আশপাশ এলাকায় শোকের ছায়া নেমে আসে। সন্ধ্যায় শ্যামগঞ্জ শ্মশান ঘাটে দু’ভাই ডাঃ রেবতী মোহন পন্ডিত ও ছোট ভাই সত্য রঞ্জন পন্ডিত এর অন্তেষ্টিক্রিয়া একসাথে সম্পন্ন করা হয়। মৃত্যুকালে ডাঃ রেবতী মোহন পন্ডিত স্ত্রী, ৭পুত্র, সত্য রঞ্জন পন্ডিত ১ ছেলে ১ মেয়ে রেখে গেছেন।

(এসআইএম/এএস/অক্টোবর ০৩, ২০১৫)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test