E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

নোয়াখালীতে জমি নিয়ে সংঘর্ষে চাচা-ভাতিজা নিহত

২০১৫ নভেম্বর ২৭ ১৯:০১:৩৩
নোয়াখালীতে জমি নিয়ে সংঘর্ষে চাচা-ভাতিজা নিহত

নোয়াখালী প্রতিনিধি : জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। সম্পর্কে তাঁরা চাচা-ভাতিজা। আহত হয়েছেন নয়জন। নোয়াখালী সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের শিবপুর গ্রামে শুক্রবার এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন ইব্রাহিম খলিল (৫৭) ও তাঁর ভাতিজা আলাউদ্দিন (১৮)।

আহত ব্যক্তিদের মধ্যে পাঁচজনের পরিচয় জানা গেছে। তাঁরা হলেন মো. রফিক (৩০), আবদুর রহিম (৩৪), মো. রাজিব (২০), জেসমিন আক্তার (৪২) ও সিরাজ মিয়া (৫৫)। তাঁদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন সিরাজ মিয়া অভিযোগ করেন, আজ দুপুরে তাঁরা বাড়ির পাশে তাঁদের একটি জমিতে বোরো ধানের চাষ শুরু করেন। এ সময় তাঁর সৎভাই হারুনুর রশিদ, সুমন ও গাজী এসে তাঁদের বাধা দেন এবং ওই জমি তাঁদের বলে দাবি করেন। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে তাঁর সৎ ভাইয়েরা বাড়ি থেকে ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে অতর্কিত তাঁদের ওপর হামলা চালায়। এতে বড়ভাই ইব্রাহিম খলিল ও তাঁর (সিরাজ) ছেলে আলাউদ্দিন ঘটনাস্থলে মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরমান (২৭) ও সুমন (২৫) নামের দুজনকে আটক করেছে। অন্যদেরও আটকের চেষ্টা চলছে। লাশ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।

(ওএস/এএস/নভেম্বর ২৭, ২০১৫)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test