E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

নওগাঁয় ২০টি শিয়াল হত্যা, থানায় অভিযোগ

২০১৫ ডিসেম্বর ১১ ১৬:৫০:৫৪

নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় ক্ষীরার ক্ষেত বাঁচাতে বিষ প্রয়োগ করায় সেখানে ১৬টি শিয়ালের মৃত্যু হয়েছে। আকষ্মিক এঘটনা ঘটায় বন্যপ্রাণী সংরক্ষণ ও জীববৈচিত্র সংরক্ষণ ফেডারেশনের পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ ইউনুছার রহমান বাদী হয়ে বুধবার মহাদেবপুর থানায় একটি শিয়াল হত্যার অভিযোগ দায়ের করেন।

জানা গেছে, নওগাঁর মহাদেবপুর উপজেলার বিলমোহাম্মদ পুর গ্রামের ইসলামের পুত্র রফিকুল ইসলাম, হাবিবুলের পুত্র মোখলেছার রহমান ও ছমির গত সোমবার তাদের ক্ষীরার ক্ষেত চোর এবং প্রাণীদের হাত থেকে বাঁচাতে বিষ প্রয়োগ করে। এতে প্রায় ১৬ টি শিয়াল মারা যায়।

এ ব্যাপারে বন্যপ্রাণী সংরক্ষণ ও জীববৈচিত্র সংরক্ষণ ফেডারেশন এর পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ ইউনুছার রহমান সাংবাদিকদের জানান, শিয়াল হত্যার খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে ৬টি মৃত শিয়াল দেখতে পান এবং স্থানীয়দের কাছে জানতে পারেন, আরো প্রায় ১০ টি শিয়াল উক্ত ব্যক্তিরা সরিয়ে ফেলে। এটা একটি জঘন্যতম অপরাধ, এভাবে শিয়াল হত্যা করে তারা পরিবেশের ভারসাম্য নষ্ট করাসহ বন্যপ্রাণী নিধন আইনে অপরাধ করেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

বৃহস্পতিবার বিকেলে এ ব্যাপারে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ সাবের রেজা আহমেদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ উভয়পক্ষকে থানায় ডাকা হয়েছে।

(বিএম/এএস/ডিসেম্বর ১১, ২০১৫)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test