E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

চাটমোহরে নব-নির্বাচিত মেয়র-কাউন্সিলদের বিজয় মিছিল

২০১৬ জানুয়ারি ০২ ১৬:৩৪:১৯
চাটমোহরে নব-নির্বাচিত মেয়র-কাউন্সিলদের বিজয় মিছিল

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহর পৌরসভা নির্বাচনে বিজয়ী মেয়র (স্বতন্ত্র) ও বর্তমান মেয়র আ’লীগ নেতা মির্জা রেজাউল করিম দুলাল ও নির্বাচিত কাউন্সিলররা শনিবার বিজয় মিছিল করে।

বিজয় মিছিলটি মির্জা মার্কেট থেকে বের হয়ে পুরাতন বাজার, দোলং, নাড়িকেলপাড়া, আফ্রাতপাড়া, বাসট্র্যান্ড, বালুচর, নতুন বাজার প্রদক্ষিণ করে। মির্জা মার্কেটে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন, নবনির্বাচিত ও বর্তমান মেয়র উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক মির্জা রেজাউল কমির দুলাল, উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি এসএম নজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক মাহাবুব এলাহী বিশু, পৌর আ’লীগ নেতা ও নব-নির্বাচিত কাউন্সিলর নাজিম উদ্দিন মিয়া, সাবেক ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন, যুবলীগ সম্পাদক সাইদুর রহমান, ছাত্রলীগ সভাপতি আব্দুল আলীম প্রমুখ।

এসময় ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান বিদ্যুৎ, কৃষক লীগ শেখ সালাহ উদ্দিন ফিরোজ, অ্যাডঃ আব্দুল মমিন, নব-নির্বাচিত কাউন্সিলর নাজিম উদ্দিন, ওয়াসিম উদ্দিন, কামরলি হাসান মিন্টু, আশরাফুল হক মাসুদ, সাদেক আকন্দ, ময়না খান, রাজ আলী, আলহাজ এখলাছুর রহমান, আলেফা খাতুনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

(এসএইচএম/এএস/জানুয়ারি ০২, ২০১৬)

পাঠকের মতামত:

১৮ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test