E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

বিশ্ব ইজতেমা 

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও তুরাগ নদে যান চলাচলে নিষেধাজ্ঞা

২০১৬ জানুয়ারি ০৫ ১৮:১৫:০১
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও তুরাগ নদে যান চলাচলে নিষেধাজ্ঞা

গাজীপুর প্রতিনিধি : বিশ্ব ইজতেমায় মুসল্লীদের নির্বিঘ্নে যাতায়তের কথা বিবেচনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও তুরাগ নদের গাজীপুরের কিছু অংশে বুধবার থেকে যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন। এছাড়া দুই পর্বের আখেরি মোনাজাতের দিন গাজীপুর মহানগরীর কয়েকটি সড়কেও যানবাহন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার রাতে গাজীপুর জেলা তথ্য কর্মকর্তা মো. নূরুল হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের চান্দনা চৌরাস্তা থেকে টঙ্গী ব্রীজ পর্যন্ত গাজীপুর ব্যাতিত অন্য বৃহত্তর জেলার ঢাকাগামী যানবাহন চলাচল বন্ধ থাকবে। এসব যানবাহনকে গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তা থেকে কোনাবাড়ি, কালিয়াকৈর-চন্দ্রা, বাইপাইল, নবীনগর, আমিনবাজার হয়ে চলাচল করতে বলা হয়েছে।
তাছাড়া মঙ্গলবার থেকে পন্টুন ব্রিজ নির্মাণ ও মুসুল্লিদের চলাচলের সুবিধার্থে কামারপাড়া ব্রিজ থেকে টঙ্গী ব্রিজ পর্যন্ত তুরাগ নদের সকল ধরনের নৌ-যান চলাচল ও নোঙ্গর আগামী ১৭ জানুয়ারি বন্ধ থাকবে। নৌ-যান টঙ্গী ব্রিজের পূর্ব পাশে এবং কামারপাড়া ব্রীজের উত্তর পাশে নোঙ্গর করা যাবে।

অপরদিকে, আগামী ১০ ও ১৭ জানুযারি আখেরি মোনাজাতের দিন সকাল ৬টা থেকে গাজীপুর মহানগরীর ঘোড়াশাল-কালীগঞ্জ-টঙ্গী সড়কের মাঝুখান ব্রিজ থেকে টঙ্গীর স্টেশন রোড়ের ওভারব্রিজ পর্যন্ত সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকবে। একই ভাবে ওই দুইদিন টঙ্গীর কামারপাড়া ব্রিজ থেকে মুন্নু টেক্সটাইল মিল গেট পর্যন্ত সড়কেও যান চলাচল বন্ধ থাকবে।

গাড়ি পার্কিং
ইজতেমা চলাকালে গাজীপুর সিটি করপোরেশন নির্দিষ্ট কিছু স্থানে ১০ ও ১৭ জানুয়ারি সকাল ৬টা থেকে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করেছে। চান্দনা চৌরাস্তা হয়ে আগত মুসুল্লিদের বহনকারী যানবাহন মহাসড়ক পরিহার করে টঙ্গীর কাদেরিয়া টেক্সটাইল মিল কম্পাউন্ড, মেঘনা টেক্সটাইল মিলের পাশে রাস্তার উভয় পাশে, শফিউদ্দিন সরকার একাডেমি মাঠ ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশে টিআইসি মাঠ, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ মাঠ, চান্দনা চৌরাস্তা হাইস্কুল মাঠ, তেলিপাড়া ট্রাকস্ট্যান্ড এবং নরসিংদী-কালীগঞ্জ হয়ে আগত মুসুল্লিদের বহনকারী যানবাহন টঙ্গীর কে-টু ও নেভী সিগারেট কারখানা সংলগ্ন খোলা স্থানে পার্কিং করতে করতে বলা হয়েছে।

৮ জানুয়ারী থেকে শুরু হওয়া ইজতেমায় প্রথম পর্বে ১৭টি জেলার এবং ১৫ জানুয়ারী দ্বিতীয় পর্বে অংশ নেবেন ১৬টি জেলা মুসুল্লিরা।

(এএএস/এইচআর/জানুয়ারি ০৫, ২০১৬)



পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test