E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

নারায়ণগঞ্জে গুলি করে ২৫ লাখ টাকা ছিনতাই

২০১৬ জানুয়ারি ১৬ ১০:১৪:৫১
নারায়ণগঞ্জে গুলি করে ২৫ লাখ টাকা ছিনতাই

নারায়ণগঞ্জ প্রতিনিধি :নারায়ণগঞ্জের ফতুল্লায় ব্যবসায়ী দুই ভাইকে গুলি করে দুর্বৃত্তরা ২৫ লাখ টাকা ছিনতাই করেছে বলে অভিযোগ উঠেছে।  গুরুতর অবস্থায় মো. লিটন (৩৩) ও তার ছোট ভাই মো. মিলন হোসেনকে (৩০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়।  শুক্রবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে।

হাসপাতালের ফাঁড়ি ইনচার্জ মোজাম্মেল হক রাতে বলেন, 'রাত সাড়ে ১১ টার দিকে দুই ভাই দোকান বন্ধ করে একই এলাকার এনায়েতগঞ্জের বাসায় রিকশাযোগে ফিরছিলেন। কিছু দূর যেতেই দুটি মোটরসাইকেলে করে আসা পাঁচজন দুর্বৃত্ত তাদের রিকশার গতিরোধ করে। সঙ্গে থাকা টাকার ব্যাগ নিয়ে চলে যাওয়ার চেষ্টা করে। কিন্তু তারা বাধা দিলে দুর্বৃত্তরা সঙ্গে থাকা পিস্তল দিয়ে দুজনের বুকে গুলি করে এবং টাকার ব্যাগ নিয়ে যায়।

খবর পেয়ে গুলিবিদ্ধদের মামা মোফাজ্জল হোসেনসহ পুলিশ ঘটনাস্থলে যান। তাদের উদ্ধার করে ফতুল্লার একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হতে রাত পৌনে ১টার দিকে লিটন ও মিলনকে ঢামেকে নেয়া হয়।

(ওএস/এস/জানুয়ারি১৬,২০১৬)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test