E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

ইজতেমায় আরো তিন মুসল্লির মৃত্যু

২০১৬ জানুয়ারি ১৭ ০৯:৫০:২৫
ইজতেমায় আরো তিন মুসল্লির মৃত্যু

গাজীপুর প্রতিনিধি :গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমায় অংশ নেওয়া আরো তিন মুসল্লির মৃত্যু হয়েছে। এনিয়ে দ্বিতীয় পর্বে ৬ মুসল্লির মৃত্যু হলো। শনিবার রাত থেকে আজ রবিবার ভোর পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের মৃত্যু হয়। এর আগে গত শুক্রবার রাতে ইজতেমায় অংশ নিতে আসা এক মালয়েশীয়ানসহ আরো তিন মুসল্লির মৃত্যু হয়।

বিশ্ব ইজতেমায় মরদেহের জিম্মাদার মো. আদম আলী জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে কুমিল্লার মনোহরগঞ্জ থানার নাথেরপেটুয়া এলাকার সৈয়দ আলীর ছেলে নূরুল আলম ওরফে নূর হোসেন (৭০), চুয়াডাঙ্গা সদর এলাকার বাদুতলা এলাকার একরামুল হক জোয়ারদারের ছেলে আব্দুল মাবুদ জোয়ারদার (৫২) ও জামালপুরের সরিষাবাড়ি থানার চরআদরা এলাকার জাবেদ মোল্লার ছেলে আব্দুর কাদের (৬০)।


(ওএস/এস/জানুয়ারি১৭,২০১৬)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test