E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

আত্রাইয়ে পাঁচদিনের ব্যবধানে দু’টি দোকানে দুর্ধর্ষ চুরি

২০১৬ জানুয়ারি ২০ ১৬:৫৭:০৫
আত্রাইয়ে পাঁচদিনের ব্যবধানে দু’টি দোকানে দুর্ধর্ষ চুরি

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে পাঁচদিনের ব্যবধানে দু’টি দোকানে দুর্ধর্ষ চুরি হয়েছে। চোরেরা এক দোকান থেকেই সাড়ে ১৪ লাখ টাকার মালামাল নিয়ে গেছে বলে জানা গেছে। জানা গেছে, মঙ্গলবার দিনগত রাতে আত্রাই নতুন বাজারের “জেরিন গার্মেন্টস” নামক একটি দোকানের সাটারের তালা ভেঙ্গে চোররা সাড়ে ১৪ লাখ টাকার মালামাল নিয়ে যায়।




ওই দোকানের মালিক জহুরুল ইসলাম বলেন, বাজারে নিয়মিত নাইটগার্ড থাকার পরও এতবড় চুরি মেনে নেয়া যায় না।

বুধবার জহুরুল ইসলাম আত্রাই থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন। এদিকে বুধবার রাতে উপজেলা পরিষদের সঙ্গে লাগানো একটি মার্কেটে স্বর্ণের দোকানে চুরি সংঘটিত হয়। চোর দোকানের দেয়াল কেটে স্বর্ণালংকারসহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। এ ব্যাপারেও ওই দোকানের মালিক নজরুল ইসলাম শুক্রবার আত্রাই থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

পরপর দু’টি দোকানে চুরি সংঘটিত হওয়ায় সাধারণ ব্যবসায়ীদের মাঝে আতংক বিরাজ করছে। আত্রাই থানার ওসি আব্দুল্লাহ আল-মাসউদ চৌধুরী বলেন, অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি তদন্ত করা হচ্ছে। অবশ্যই জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

(বিএম/এস/জানুয়ারি ২০,২০১৬)

পাঠকের মতামত:

১৮ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test