E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

চাটমোহরে বকেয়া আদায়ের দাবিতে ৩৩ শিক্ষকের কর্মবিরতি পালন

২০১৬ জানুয়ারি ২৪ ১৭:৫৫:৫৩
চাটমোহরে বকেয়া আদায়ের দাবিতে ৩৩ শিক্ষকের কর্মবিরতি পালন

চাটমোহর (পাবনা) প্রতিনিধি :চাটমোহর আরসিএন এন্ড বিএসএন পাইলট (মডেল) উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ৩৩ শিক্ষক শনিবার কর্মবিরতি পালন করেছেন। বিদ্যালয়টির অভ্যন্তরীন আয়ের অংশের বেতনের টাকা গত ১৩ মাস যাবত বকেয়া রয়েছে বলে জানিয়েছেন বিদ্যালয়টির শিক্ষক শিক্ষিকারা। দীর্ঘদিন এ টাকা বকেয়া থাকলেও অধ্যক্ষ তা পরিশোধ না করায় তারা কর্মবিরতির পন্থা বেছে নিয়েছেন বলে জানান।

জানা গেছে, ছাত্র-ছাত্রী বিদ্যালয়ে প্রবেশের পর ক্লাসে গেলেও শিক্ষকেরা ক্লাসে যাননি। মূল ফটক বন্ধ করে দেওয়ায় ছাত্র ছাত্রী বেরও হতে পারেনি। দুপুর পৌনে দুইটার দিকে ছাত্র-ছাত্রীরা ইট দিয়ে মূল ফটকের তালা ভেঙে বেড়িয়ে যায়। সূত্র মতে বিদ্যালয়টিতে প্রায় ১২শ’ ছাত্র-ছাত্রী পড়ালেখা করে। ৬ষ্ট শ্রেণী থেকে ১০ম শ্রেণী পর্যন্ত মাসিক গড় বেতন ১শ ৪৭ টাকা। সে হিসেবে গত ১৩ মাসে ছাত্র ছাত্রীর নিকট থেকে প্রায় ২৩ লাখ টাকাসহ সেশন চার্জ ও অন্যান্য খাতে আরো টাকা আয় হলেও শিক্ষক কর্মচারীদের প্রাপ্য অর্থ পরিশোধ করা হয় নি। অষ্টম শ্রেণীর ছাত্র আল ইমরান, মৌসুমি, কাওসার, ১০ম শ্রেণীর আনোয়ারুলসহ অনেকে জানান, সকাল থেকে কোন ক্লাস হয়নি। এ ব্যাপারে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ আব্দুল জব্বার জানান, টাকা ব্যাংকে গচ্ছিত আছে। তিন/চার মাসের বেতন বকেয়া রয়েছে। শিক্ষকদের সাথে এ ব্যাপারে আলোচনা হয়েছে। প্রতিষ্ঠানটির সভাপতি বাইরে থাকায় এবং শনিবার ব্যাংক বন্ধ থাকায় টাকা উত্তোলন সম্ভব হয়নি। শিক্ষকরা রোববার ক্লাসে ফিরেছেন।

(এসএইচএম/এস/জানুয়ারি২৪,২০১৬)

পাঠকের মতামত:

১৮ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test