E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

শনিবার লোহাগড়ায় ষষ্ঠ জাতীয় কৃষক সম্মেলন

২০১৬ জানুয়ারি ২৯ ১৮:৪৩:৩৯
শনিবার লোহাগড়ায় ষষ্ঠ জাতীয় কৃষক সম্মেলন

নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ায় শনিবার ষষ্ঠ জাতীয় কৃষক সম্মেলন শুরু হবে। উপজেলা সদরের মোল্লার মাঠে দু’দিনব্যাপী এ সম্মেলন রবিবার শেষ হবে।

এ উপলক্ষে লোহাগড়া উপজেলা ১৪দলের কার্যালয়ে বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলন হয়। সংবাদ সম্মেলনে নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ হাফিজুর রহমান, জাতীয় কৃষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি নুরুল হাসান, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সহসভাপতি মাহামুদুল হাসান, জেলা সভাপতি মনিউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয় যে, জাতীয় কৃষক সম্মেলনে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও মন্ত্রী রাশেদ খান মেনন। উদ্বোধন করবেন সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। এ ছাড়া কলাম লেখক সৈয়দ আবুল মকসুদ, বিমল বিশ্বাসসহ ওয়ার্কার্স পার্টি, জাতীয় কৃষক সমিতি ও বাংলাদেশ খেতমজুর ইউনিয়নের নেতা-কর্মীরা উপস্থিত থাকবেন।

শনিবার দুপুর ২টায় জাতীয় কৃষক সম্মেলন উদ্বোধন হবে। এ জন্য দেশের ৫০টি জেলার প্রায় সাতশত কাউন্সিলর ও ডেলিগেট উপস্থিত থাকবেন। এ ছাড়া সম্মেলনে প্রায় ২০ হাজার কৃষকের সমাবেশ হবে। সম্মেলন সফলভাবে বাস্তবায়ন করতে যাবতীয় প্রস্তুতি প্রায় সম্পন্নের পথে।

(টিএআর/এএস/জানুয়ারি ২৯, ২০১৬)

পাঠকের মতামত:

০১ নভেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test