E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

পত্নীতলায় কসাইয়ের বাড়ি থেকে ৫ চোরাই গরু উদ্ধার, আটক ২

২০১৬ ফেব্রুয়ারি ০৭ ১৭:৫৩:২৭
পত্নীতলায় কসাইয়ের বাড়ি থেকে ৫ চোরাই গরু উদ্ধার, আটক ২

নওগাঁ প্রতিনিধি : শনিবার দিনগত রাতে নওগাঁর পতœীতলা থানা পুলিশ এলাকাবাসীর সহযোগীতায় উপজেলার সারইল দক্ষিন পাড়া গ্রামের বাবুল্লা কসাইয়ের বাড়ি থেকে ৫টি চোরাইগরুসহ দুই গরুচোরকে আটক করেছে। আটক দুই গরুচোর হলো, উপজেলার মহেষপুর গ্রামের সালাম মন্ডলের পুত্র বাবুল (৩৫) ও ধামইরহাট উপজেলার রামচন্দ্রপুর গ্রামের কেরামত আলীর পুত্র আনারুল (৩২)।

পুলিশ জানায়, শুক্রবার দিনগত রাতে উপজেলার আকবরপুর গ্রামের নুরুজ্জামান ও তার ভাই নাজমুলের বাড়িতে সিঁধ কেটে ৫টি (বলদ, গাভী, বাছুর) গরু চুরি করে নিয়ে যায়। শনিবার দিনগত রাতে উপজেলার সারইল দক্ষিন পাড়া গ্রামের বাবুল্লা কসাইয়ের বাড়ি থেকে এলাকাবাসীর সহযোগীতায় পুলিশ ওই চোরাই ৫টি গরুসহ দুই চোরদের আটক করে। এসময় বাড়ির মালিক বাবুল্লা কসাই ও সড়াইল গ্রামের মোদাচ্ছের (৩৪), সিরাজুল (৩৫), বয়তুন (৩৬) ও শহীদুল (৪২)সহ আরো কয়েকজন পালিয়ে যায়।

এব্যাপারে নুরুজ্জামান বাদী হয়ে থানায় ৭জনকে আসামী করে একটি মামলা করেছে। রবিবার গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।


(বিএম/এস/ফেব্রুয়ারি০৭,২০১৬)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test