E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

সততার দৃষ্টান্ত স্থাপন করলেন রাজশাহীর কৃষক সাদেক

২০১৬ ফেব্রুয়ারি ০৯ ১৮:১০:০৪
সততার দৃষ্টান্ত স্থাপন করলেন রাজশাহীর কৃষক সাদেক

নওগাঁ প্রতিনিধি : রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) নওগাঁর পত্নীতলা শাখার হারিয়ে যাওয়া ২ লাখ টাকাসহ ব্যাগ ফিরিয়ে দিয়ে সততার আরেক দৃষ্টান্ত রাখলেন কৃষক সাদেক উদ্দিন (৪২)।

মঙ্গলবার ব্যাংক চত্বরে ব্যবস্থাপকের কাছে কুড়িয়ে পাওয়া টাকার ওই ব্যাগটি ফেরত দিয়েছেন তিনি।

জানা গেছে, শনিবার রাকাব পত্নীতলা শাখার ব্যাংক কর্মকর্তা মোশাররফ হোসেন ব্যাগে করে নগদ ২লাখ টাকা ও গুরুত্বপূর্ন কাগজপত্রসহ মটরসাইকেল যোগে নজিপুর থেকে বদলগাছী যাওয়ার পথে তার কাঁধ থেকে ব্যাগটি পড়ে যায়। এমতাবস্থায় বদলগাছী পৌঁছে উক্ত কর্মকর্তা তার কাঁধে থাকা ব্যাগটি না পেয়ে অনেক খোঁজাখুজির পর রাতে মাইকিং করেন। এতে পত্নীতলা উপজেলার ডাবড়কুড়ি গ্রামের তাছির উদ্দীনের পুত্র কৃষক সাদেক উদ্দীন (৪২) মাইকিং শুনে এলাকার চেয়ারম্যান আবু বক্করের সঙ্গে যোগাযোগ করে স্থানীয় লোকজনদের সঙ্গে নিয়ে মঙ্গলবার দুপুরে রাকাব পত্নীতলা শাখায় এসে ব্যবস্থাপক সৈয়দ বদরে আলমসহ অন্যান্য কর্মকর্তা, চেয়ারম্যান ও সাংবাদিকসহ গন্যমান্য ব্যক্তির সম্মুখে উক্ত হারিয়ে যাওয়া ২লাখ টাকাসহ ব্যাগটি বুঝিয়ে দেন।

শেষে উক্ত সাদেক উদ্দীনের সততায় খুশি হয়ে রাকাব ব্যবস্থাপক সৈয়দ বদরে আলম তাকে ১০ হাজার টাকা পুরষ্কৃত করেন।

(বিএম/অ/ফেব্রুয়ারি ০৯, ২০১৬)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test