E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

মজুরীবিহীন গৃহস্থালী কাজের মাধ্যমে নারীর ক্ষমতায়নের পাইলট প্রকল্প

২০১৬ ফেব্রুয়ারি ১১ ১৮:১২:৪১
মজুরীবিহীন গৃহস্থালী কাজের মাধ্যমে নারীর ক্ষমতায়নের পাইলট প্রকল্প

দিনাজপুর প্রতিনিধি : কাজের স্বীকৃতি ও নারীর মর্যাদা রক্ষায় গৃহস্থালী কাজের মূল্যায়নের মাধ্যমে উত্তরাঞ্চলের নারীর ক্ষমতায়ন নিশ্চিত করার পাইলট প্রকল্প নেয়া হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় দিনাজপুরে লিখিত বক্তব্যে সাংবাদিকদের কাছে বলেন পল্লী শ্রীর শামিম আরা বেগম। তিনি বলেন, উত্তরাঞ্চলের ৪টি জেলা দিনাজপুর, নীলফামারী, রংপুর ও জামালপুরে ১৮ মাসের নেয়া পাইলট প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরা হয়। মজুরী বিহীন গৃহস্থালী কাজ মূল্যায়নের মাধ্যমে উত্তরাঞ্চলের নারীর ক্ষমতায়ন শীর্ষক প্রকল্পে সৌদি আরবের ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক ৭৩ লক্ষ ৬০ হাজার টাকার তহবিল যোগান দিচ্ছেন।

লিখিত বক্তব্যে প্রকল্প বাস্তবায়নকারী ৩টি সংস্থা পল্লীশ্রীর নির্বাহী পরিচালক শামীম আরা বেগম, সিডের নির্বাহী পরিচালক সারথী রানী সাহা ও গণচেতনার প্রোগ্রাম ম্যানেজার মোঃ জাবেদ আলী বলেন, জাতীয় অর্থনীতিতে গৃহস্থালী কাজে নিয়োজিত নারীদের কর্ম, যোগ্যতা, অভিজ্ঞতা ও দক্ষতার মূল্যায়নের মাধ্যমে প্রবৃদ্ধি অর্জন সম্ভব। নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে মজুরী বিহীন কাজের মূল্যায়ন, নারীর কাজের স্বীকৃতি ও মর্যাদা রক্ষায় ইতিবাচক ভুমিকা রাখবে।

দিনাজপুরের পৌর এলাকা ও সদর উপজেলার ১নং চেহেলগাজী ইউনিয়ন, নীলফামারীর ডিমলা উপজেলা, রংপুরের কাউনিয়া উপজেলা এবং জামালপুরের জামালগঞ্জ উপজেলার ১২ হাজার ৮৯৪ জন উপকার ভোগীকে নিয়ে কাজ করা হবে। এর মধ্যে নারীর সংখ্যা ৬ হাজার ৮২২ জন।

এসময় উপস্থিত ছিলেন, দিনাজপুর শিক্ষা বোর্ডের উপ-সচিব ড. আব্দুর রাজ্জাক, সমাজ সেবা কর্মকর্তা আবু বকর সিদ্দিক, সাংবাদিক চিত্ত ঘোষ ও গোলাম নবী দুলাল, কামরুল হুদা হেলাল, রতন সিং, রোস্তম আলী মন্ডল, শামীম রেজা, মোর্শেদুর রহমান, সাবেক জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সন্ধ্যা রানী বাগচী এবং পল্লীশ্রীর প্রোগ্রাম ম্যানেজার সেলিম রেজা, শাহজাহান শাহ, শামসুন নাহার ও সুরাইয়া আখতার।

(এটি/এএস/ফেব্রুয়ারি ১১, ২০১৬)

পাঠকের মতামত:

১৮ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test