E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

চাটমোহরে ১৪ মাদকসেবীর জেল-জরিমানা

২০১৬ ফেব্রুয়ারি ১৭ ১৮:১৭:৫০
চাটমোহরে ১৪ মাদকসেবীর জেল-জরিমানা

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : চাটমোহর উপজেলার দাঁথিয়া গ্রামকে মাদক সেবনের দায়ে আটক ১৪ জনকে বুধবার দুপুরে জেল-জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ইউএনও বেগম শেহেলী লায়লা ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১৩ জনের প্রত্যেককে ২ হাজার টাকা করে জরিমানা এবং মোতালেব হোসেনকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

তারা হলেন, উপজেলার দাথিয়া গ্রামের আলাউল ইসলাম, জমসেদ আলী, সাইদুল ইসলাম, আসান আলী, আনোয়ার হোসেন, রওশন আলী, চুয়াডাঙ্গার দামুরহুদা থানার মুক্তারপুর গ্রামের কালু মিয়া, ঈশ্বরদী উপজেলার লক্ষিকুন্ডা গ্রামের বকুল ইসলাম, আবুল ফজল, নবীর উদ্দিন, জালাল উদ্দিন, পাকশীর ইব্রাহিম হোসেন, লালপুর উপজেলার চরভাঙ্গা গ্রামের শফিকুল ফকির এবং ডিবিগ্রামের দাথিয়া বালুদিয়ার গ্রামের মোতালেব হোসেন।

থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ নুরুজ্জামান জানান, পুলিশ মঙ্গলবার রাত ১০টার দিকে দাঁথিয়া বালুদিয়ার গ্রামে খোকা সাধুর ওরশ চলাকালে পার্শ্ববর্তী মুত্তালিব হোসেন বাড়িতে অভিযান চালিয়ে মাদকসেবনরত অবস্থায় আটক করা হয়।

(এসএইচএম/এএস/ফেব্রুয়ারি ১৭, ২০১৬)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test