E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

জকিগঞ্জে মাতৃভাষা দিবস উদযাপন

২০১৬ ফেব্রুয়ারি ২২ ২০:৪৫:১১
জকিগঞ্জে মাতৃভাষা দিবস উদযাপন

জকিগঞ্জ প্রতিনিধি :যথাযথ মর্যাদায় আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে শহীদ মিনারে শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জকিগঞ্জে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা প্রশাসন, থানা পুলিশ, জকিগঞ্জ পৌরসভা, আওয়ামীলীগ, বিএনপি, মহিলা আওয়ামীলীগসহ বিভিন্ন সংগঠন পালন করেছে।

রাত ১২.০১ মিনিটে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও পৌর মেয়র হাজী খলিল উদ্দিনের নেতৃত্বে মুক্তিযোদ্ধাগণ, উপজেলা নির্বাহী অফিসার মো. মোবাশেরুল ইসলাম ও সমাজসেবা কর্মকর্তা দেবব্রত দাসের নেতৃত্বে উপজেলা প্রশাসন, জকিগঞ্জ থানার ওসি (তদন্ত) শওকত আহমদের নেতৃত্বে জকিগঞ্জ থানা পুলিশ, পৌর মেয়র হাজী খলিল উদ্দিন ও কাউন্সিলর কামরুজ্জামান কমরু, আব্দুল জলিল, দেলোয়ার হোসেন নজরুল, রিপন আহমদ, আসদ্দর আলী, সাহাব উদ্দিন সাকিল, শামিম আহমদ, উপসহকারী প্রকৌশলী মাহবুবুর রহমান মাসুম, প্রধান সহকারী মনিরুজ্জামানের নেতৃত্বে পৌরসভা, উপজেলা আওয়ামীলীগ সভাপতি হাজী লোকমান উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তাকিম হায়দার, পৌর আওয়ামীলীগ সভাপতি হাজী সামছ উদ্দিন, সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিন সুহেল, সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর দেলোয়ার হোসেন নজরুল, সাবেক যুগ্ম আহবায়ক নাসিম আহমদ, এমএজি বাবর, আব্দুল আহাদ, সুলতানপুর ইউপি আওয়ামীলীগ সভাপতি আব্দুস সাত্তারের নেতৃত্বে উপজেলা ও পৌর আওয়ামীলীগ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুর রহমানের নেতৃত্বে বিএনপি, যুবদল, ছাত্রদল, উপজেলা মহিলা আওয়ামীলীগ সভানেত্রী সাজনা সুলতানার নেতৃত্বে মহিলা আওয়ামীলীগ, সুলতানপুর ইউপি আওয়ামীলীগ সভাপতি আব্দুস সাত্তার, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ, ইউপি আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান, আইন বিষয়ক সম্পাদক মুহিবুর রহমান, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আমির আলী, যুগ্ম সম্পাদক হর কুমার বিশ্বাস, আনন্দ বিশ্বাস, মাষ্টার রায় মোহন বিশ্বাস, চেরাগ আলী, আব্দুর রহিম, বুরহান উদ্দিনের নেতৃত্বে সুলতানপুর ইউপি আওয়ামীলীগসহ যুবলীগ, ছাত্রলীগ, বর্ণালী ক্লাবসহ বিভিন্ন সামাজিক সংগঠন কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তর্বক অর্পন করেন।

সকাল ১০ টায় মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে সপ্তাহ ব্যাপী অমর একুশে বই মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মোবাশেরুল ইসলাম। এ সময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জকিগঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা হাজী খলিল উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোস্তাকিম হায়দর, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মাষ্টার আকরাম আলী, জকিগঞ্জ থানার ওসি (তদন্ত) শওকত আহমদ, উপজেলা পাঠ্য পুস্তক সমিতির সভাপতি আব্দুল আহাদ প্রমুখ।

এছাড়া স্কুল, কলেজ, মাদ্রাসায় এ দিনটি বিভিন্ন অনুষ্ঠানের মধ্যদিয়ে পালন করা হয়।

(এসকেপি/এস/ফেব্রুয়ারি২২,২০১৬)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test