E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

ঈশ্বরদীতে প্রাক্তন সৈনিক কল্যাণ সংস্থার সংবর্ধনা অনুষ্ঠান

২০১৬ ফেব্রুয়ারি ২৩ ১৮:৪০:২২
ঈশ্বরদীতে প্রাক্তন সৈনিক কল্যাণ সংস্থার সংবর্ধনা অনুষ্ঠান

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : বাংলাদেশ প্রাক্তন সৈনিক কল্যাণ সংস্থা কেন্দ্রীয় কমিটির উদ্যোগে মঙ্গলবার নব-নির্বাচিত মেয়র, কাউন্সিলারবৃন্দ ও ঈশ্বরদী প্রেসক্লাবের কর্মকর্তাদের সংবর্ধনা দেওয়া হয়। বেলা ৪.০০ টায় ঈশ্বরদী শহরের মাহাবুব আহম্মেদ স্মৃতি মঞ্চ (পুরাতন বাসস্ট্যান্ড) এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের পাবনা জেলা কমিটির সভাপতি অঃ লে. মোঃ আব্দুস সাত্তার খান। প্রধান অতিথি ছিলেন ঈশ্বরদী পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ মিন্টু। সঞ্চালনা করেন, সংগঠনের যুগ্ন মহাসচিব নায়েক এম এ কাদের (অবঃ)। বক্তব্য দেন, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার কুন্ডু, ছাত্রলীগ ঈশ্বরদী শাখার সভাপতি জুবায়ের বিশ্বাস, ৪নং ওয়ার্ড কাউন্সিলার আমিনুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে সংবর্ধনা দেওয়া হয় নব-নির্বাচিত মেয়র আবুল কালাম আজাদ মিন্টু, কাউন্সিলার কামাল হোসেন, আনোয়ার হোসেন জনি, আমিনুর রহমান, কামাল আশরাফি, আবুল হাশেম এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলার ফরিদা ইয়াসমিন, রহিমা খাতুন, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক আব্দুল বাতেন, সহ-সভাপতি হাসানুজ্জামান, কে এম আবুল বাসার, সহ-সাধারণ সম্পাদক শফিউল আলম বিশ্বাস, শেখ মহশীন, কোষাধ্যক্ষ মিশুক প্রধান, সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম রিংকু, দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম, ক্রীড়া সম্পাদক আমিরুল ইসলাম, সাহিত্য-সংস্কৃতি সম্পাদক জাহাঙ্গীর হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলমাস আলী, সমাজ কল্যাণ সম্পাদক আহসান হাবীব, নির্বাহী সদস্য আলাউদ্দিন আহমেদ, আতাউর রহমান বাবলু ও ছাত্রলীগ ঈশ্বরদী শাখার সভাপতি জুবায়ের বিশ্বাস ।

(এসকেকে/এএস/ফেব্রুয়ারি ২৩, ২০১৬)

পাঠকের মতামত:

১৮ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test