E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সোনাগাজী পৌর নির্বাচনে শুরুতেই একে অপরকে দোষারোপ

২০১৬ ফেব্রুয়ারি ২৬ ১৩:১৭:৩৮
সোনাগাজী পৌর নির্বাচনে শুরুতেই একে অপরকে দোষারোপ

সোনাগাজী প্রতিনিধি :তফসিল অনুযায়ী আগামী ২০মার্চ  সোনাগাজী পৌর নির্বাচন । ইতিমধ্যে মনোনয়ন জমাদান ও যাচাই বাছাইয়ের কাজ শেষ হয়েছে। ৬ জন মেয়র, সংরক্ষিত ৭ জন মহিলা কাউন্সিলর ও ৩৬ জন কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বৈধ এবং ৩জন কাউন্সিলর মনোনয়ন বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা মোজাম্মেল হোসেন। 

প্রচারণা শুরু হওয়ার আগেই প্রার্থীরা একে অপরকে দোষারোপ ও অতীত ইতিহাস তুলে ধরছেন।

মনোনয়ন সংগ্রহের দিন আ’লীগ মনোনীত মেয়র প্রার্থী রফিকুল ইসলাম খোকন গণমাধ্যম কর্মীদের বলেন , বিএনপি একজন মাদকাসক্ত মাতাল কে মেয়র পদে মনোনয়ন দিয়েছে। বিগত সময়ে মেয়র নির্বাচিত হয়ে পৌরসভার কোন উন্নয়ন করেনি। উল্টো পৌরসভার ৭/৮টি পয়েন্টে প্রকাশ্যে মাদক ব্যবসার আস্তানা করেছে । নিজেই প্রকাশ্যে মদপান করে কলেজ রোড়ে কোমলমতি ছাত্র ছাত্রীদের সামনে মাতলামি করেছে। বিভিন্ন সময় সরকারের দেয়া উন্নয়ন বাজেটগুলোকে কোন প্রকার বিজ্ঞপ্তি ও টেন্ডার ছাড়াই নিজস্ব ঠিকাদার দিয়ে নিম্মমানের কাজ করেছে। একাধিকবার পত্র পত্রিকায় এসব দুর্নীতির চিত্র তুলে ধরেছে সাংবাদিকরা।

তবে মেয়র জামাল উদ্দিন সেন্টু জানান, বিরোধি দলের নেতা হওয়ায় অকে বাধা স্বত্বেও পৌরসভার অনেক উন্নয়ন করেছেন। পৌরসভায় ভবন নির্মাণ , অবকাঠামো উন্নয়ন সহ ৭/৮টি সড়ক আরসিসির দ্বারা নির্মাণ করেছেন ।

অপরদিকে আওয়ামীলীগ সমর্থিত স্বতন্ত্র প্রার্থী শেখ সেলিম বলেন, গত দুই নির্বাচনে পরাজিত বর্তমান সময়ে সবচেয়ে কম জনপ্রিয় লোকটিকে জেলা আ’লীগ মনোনয়ন দিয়েছে। যার সাথে তৃনমুল পর্যায়ের কোন নেতা কর্মীর বিন্দু মাত্র সম্পর্ক নেই । গত কয়েকদিনে তার সাথে পৌরসভার কোন নেতা কর্মীকে দেখা যায়নি।উল্টো নেতা কর্মীদের অবহেলা করে তাড়াচ্ছেন নৌকার প্রার্থী দাবিদার খোকন।

কাউন্সিলর পদে প্রতিটি ওয়ার্ডে একাধিক প্রার্থী থাকায় সেখানেও লড়াইয়ের আশায় নিজের অতিত বর্ণনার পাশাপাশি প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে নিয়ে বিষোদগার করছে প্রার্থীরা । তবে ভোটারদের দাবি সুষ্টু পরিবেশ নিশ্চিত হলে অবশ্যই যোগ্য প্রার্থীকে ভোট দিবেন।


(এসএমএ/এস/ফেব্রুয়ারি২৬,২০১৬)

পাঠকের মতামত:

০১ নভেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test