E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

ঈশ্বরগঞ্জে অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে ১৭৭ একর ভূমি চিহ্নিত

২০১৬ মার্চ ২২ ১৬:২০:২২
ঈশ্বরগঞ্জে অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে ১৭৭ একর ভূমি চিহ্নিত

ঈশ্বরগঞ্জ প্রতিনিধি :.ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার লক্ষ্যে ১শ ৭৭ একর ভূমি চিহ্নিত করেছে উপজেলা প্রশাসন । উপজেলার রাজীবপুর ইউনিয়নের চর রামমোহন মৌজার ১ নং খাস খতিয়ানভুক্ত (বিআরএস) ৫১৪ দাগের ১শ ৭৭ একর ভূমির যাবতীয় তথ্যাদি সম্বলিত প্রস্তাবনা ইতোমধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বরাবর পাঠানো হয়েছে ।

আজ মঙ্গলবার ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব কুমার সরকার সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে বিষয়টি নিশ্চিত করেন ।

জানা গেছে, সারাদেশে ১শ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার সরকারী সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে সংসদ সদস্য মো. ফখরুল ইমাম গত বছরের ২৫ নভেম্বর বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বরাবর চাহিদাপত্র পাঠান । পরে একই বছরের ২১ ডিসেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (উপ-সচিব) মো. মনিরুজ্জামান ময়মনসিংহ জেলা প্রশাসক বরাবর প্রস্তাবিত ভূমির নক্সা,দাগসূচি, জমির মালিকানা এবং প্রস্তাবিত এলাকার যোগাযোগ ও অবকাঠামোগত বিদ্যমান সুযোগ সুবিধার যাবতীয় তথ্যাদি চেয়ে চিঠি পাঠান । জবাবে উপজেলা প্রশাসন প্রস্তাবিত ভূমি এবং অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা সম্পর্কিত যাবতীয় তথ্যাবলী কর্তৃপক্ষ বরাবর প্রেরণ করেন ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব কুমার সরকার বলেন, প্রস্তাবিত স্থানে অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হলে শুধু ঈশ্বরগঞ্জ উপজেলাই নয়,ময়মনসিংহ জেলার গেীরীপুর,নান্দাইল ও ত্রিশাল উপজেলা এবং কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার জনগণ প্রত্যক্ষভাবে উপকৃত হবে । উক্ত এলাকার বেকার সমস্যার সমাধান,অবকাঠামোগত উন্নয়নসহ আর্থ-সামাজিক ব্যাপক পরিবর্তন হবে এবং জীবন মান উন্নত হবে ।

সংসদ সদস্য মো. ফখরুল ইমাম বলেন, প্রস্তাবিত ভূমিতে অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার কাজ প্রক্রিয়াধীন। প্রস্তাবিত স্থানে অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠলে শুধু ঈশ্বরগঞ্জবাসীই নয় সার্বিকভাবে সারাদেশের উন্নতি সাধিত হবে । আমি আশা করছি খুব সহসাই অর্থাৎ দুই তিন সপ্তাহের মধ্যেই সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষ প্রস্তাবিত ভূমি পরিদর্শন করবেন এবং অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার কাজ শুরু হবে ।

(এনআইএম/এসসি/মার্চ২২,২০১৬)

পাঠকের মতামত:

০১ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test