E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

মৌলভীবাজারে  স্বাধীনতা বই মেলা  অনুষ্টিত

২০১৬ মার্চ ২৪ ১২:৫০:১৭
মৌলভীবাজারে  স্বাধীনতা বই মেলা  অনুষ্টিত

মৌলভীবাজার প্রতিনিধি : জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রেড টাইমস বিডি টোয়েন্টি ফোর ডট কম’র উদ্যেগে দুই দিন ব্যাপি স্বাধীনতার বই মেলা উপলক্ষে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনূষ্ঠান ২৩ মার্চ বুধবার সন্ধ্যায় মৌলভীবাজার সরকারি কলেজের শহীদ জিয়া অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে দুই দিন ব্যাপী স্বাধীনতার বই মেলা বুধবার সকাল ১০ ঘটিকায় আনুষ্ঠানিক উদ্ভোধন করেন মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সৈয়দ মহিবুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন নাট্য ব্যাক্তিত্ত্ব আসম সালেহ সোহেল ও সানমুন মুন ইন্টারন্যাশনাল ক্যাডেট স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান কথা সাহিত্যিক, মাহবুবুল আলম ।

বুধবার সন্ধ্যায় আয়োজন করা হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠনের। রেড টাইমস বিডি টোয়েন্টি ফোর ডট কম’র প্রধান সম্পাদক ও অনলাইন মিডিয়া এসোসিয়েশনের নির্বাহী সভাপতি কবি সৌমিত্র দেব’র সভাপতিত্ত্বে ও রেড টাইমস বিডি টোয়েন্টি ফোর ডট কম’র ডিস্ট্রিক করেসপন্ডেন্ট সাংবাদিক আব্দুল কাইয়ুমের সঞ্চালনায় স্বাধীনতার আলোচনা সভায় প্রধান অথিতির বক্তব্য রাখেন রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা ও মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব আজিজুর রহমান। বিশেষ অথিতি’র বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মাসুকুর রহমান সিকদার, সামরিক অভ্যত্থান গবেষক ও ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক আনোয়ার কবির, বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, কবি কামরুল ইসলাম, মৌলভীবাজার পৌরসভার মেয়র আলহাজ্ব ফজলুর রহমান,জেলা ছাত্রলীগ সভাপতি আসাদুজ্জামান রনি, অনলাইন প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মাওলানা মতিউর রহমান, সবুজকুঁড়ি আসরের ভারপ্রাপ্ত পরিচালক সঙ্গীত শিল্পী সুমেল আহমদ ।

পরে সবুজকুঁড়ি আসরের শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।



(ওএস/এস/মার্চ২৪,২০১৬)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test