E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কার্গো বিমান পুনরায় চালুর জন্য প্রধানমন্ত্রী যুক্তরাজ্যের সাথে সার্বক্ষণিক যোগাযোগ করছেন

২০১৬ এপ্রিল ০৩ ১২:৫৮:১৭
কার্গো বিমান পুনরায় চালুর জন্য প্রধানমন্ত্রী যুক্তরাজ্যের সাথে সার্বক্ষণিক যোগাযোগ করছেন

বাগেরহাট প্রতিনিধি :বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, শাহজালাল আর্ন্তজাতিক বিমান বন্দরে ইতিমধ্যে যুক্তরাজ্যের সিকিউরিটি কোম্পানী কাজ শুরু করেছে। যে সমস্ত বিষয়গুলো প্রয়োজন ছিল তা সমাধান করা হয়েছে। এছাড়া বিমান বন্দরের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি আনার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

শনিবার সন্ধায় মংলায় পর্যটন করপোরেশনের হোটেল পশুরে সুন্দরবন বিষয়ে জনসচেতনতা ও ইকোট্যুর গাইড প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের এ সব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে কার্গো বিমান চলাচলের বিষয়টি রাজনৈতিক ও সরকারের সর্বোচ্চ পর্যায়ের বিষয়। কার্গো বিমান পুনরায় চালুর জন্য প্রধানমন্ত্রী যুক্তরাজ্যের সাথে সার্বক্ষনিক যোগাযোগ করছেন।

বাগেরহাট জেলা প্রশাসক মো. জাহাংগীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সুন্দরবন বিষয়ে জনসচেতনতা ও ইকোট্যুর গাইড প্রশিক্ষণ কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আখতারুজ জামান খান কবির, খুলনার বন সংরক্ষক জহির উদ্দিন আহমেদ, বেঙ্গল ট্যুরস এর ব্যবস্থাপনা পরিচালক মাসুদুর রহমান ও মংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহম্মদ আলী প্রিন্স। অনুষ্ঠান শেষে প্রশিক্ষণপ্রাপ্ত ইকোট্যুর গাইডদের সনদ প্রদাণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। পরে অনুষ্ঠিত হয় সুন্দরবন সচেতনতামূলক বিষয়ক পট গান।






(এসএকে/এস/এপ্রিল০৩,২০১৬)

পাঠকের মতামত:

০১ নভেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test