E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

ত্রিশালে অগ্নিকান্ডে গোডাউনসহ ছয়টি দোকান পুড়ে ছাই

২০১৬ এপ্রিল ০৬ ১৮:৩৩:২২
ত্রিশালে অগ্নিকান্ডে গোডাউনসহ ছয়টি দোকান পুড়ে ছাই

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ত্রিশাল পৌর শহরের ইসলামিক সেন্টার সংলগ্ন ত্রিশাল পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও ত্রিশাল প্রেসক্লাবের সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা সরকারের দোকান বাসা ও গোডাউনসহ ৬টি রুমে অগ্নিকান্ডে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় এলাকাবাসি সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত দেড়টার দিকে ইসলামিক সেন্টার সংলগ অধ্যাপক গোলাম মোস্তফার ভাড়া দেওয়া মার্কেট ও বাসায় এবং নিজস্ব খাদ্যেও গোডাউনে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ভাড়াটিয়ার ঘর থেকে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।

মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে ভাড়াটিয়া এসি আই কোম্পানির ডিলার নয়ন মিয়ার গুদামঘরের মালামাল, ত্রিশাল নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের ইংরেজী শিক্ষক নজরুল ইসলাম ও মৎস্য ব্যবসায়ী আব্দুর রউফ, প্রাণের ডিলার মাহফুজুল হক কবিরের দোকান ও মালিক মোস্তফা সরকারের খাদ্যের গোডাউন সহ ৬টি ঘরের সকল আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। ফায়ার সার্ভিস ও স্থানীয় এলাকাবাসির সহযোগিতায় দুইঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আসে।

অধ্যাপক গোলাম মোস্তফা সরকার জানান, এত দ্রুত আগুন ছড়িয়েছে যে ঘর থেকে একটি জিনিস বের করা যায়নি। অগ্নিকান্ডে ভাড়াটিয়া ও আমার মালামাল পুড়ে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ কর্মকর্তা সাজেদুল কবির জানান, বৈদ্যতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে ধারনা করা হচ্ছে।

(এমআরএন/এএস/এপ্রিল ০৬, ২০১৬)

পাঠকের মতামত:

০১ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test