E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

তাপ বিদ্যুৎ কেন্দ্রের নির্মানাধীন চাইনিজ প্রকল্পে লোক নিয়োগে নানা অনিয়ম

২০১৬ এপ্রিল ২১ ০৯:২৩:৫২
তাপ বিদ্যুৎ কেন্দ্রের নির্মানাধীন চাইনিজ প্রকল্পে লোক নিয়োগে নানা অনিয়ম

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি :দিনাজপুরের পার্বতীপুর তাপবিদ্যুৎ কেন্দ্রের নির্মাণাধীন চাইনিজ প্রকল্পে লোক নিয়োগের বিষয়ে ম্যানপাওয়ার ডিলারদের বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছে।

২০এপ্রিল বুধবার সকালে ম্যানপাওয়ার এর লোক নিয়োগের কথা থাকলেও স্থানীয় কাউকেই চাইনিজ গেট দিয়ে ঢুকতে দেওয়া হয়নি। তাদের অভিযোগ, নিয়োগের জন্য অগ্রিম টাকা দেওয়ার দুই তিন মাস পার হলেও চাকুরী হয়নি তাদের অথচ বাহিরের লোকেরা বেশি টাকা দেওয়ায় তাদের চাকুরী হচ্ছে। আজ হবে কাল হবে বলে সাধারণ মানুষদের ঘুরাচ্ছেন ম্যানপাওয়ার ডিলাররা। তাদের মধ্যে ম্যানপাওয়ার বাবু, শফি অন্যতম । চাকুরীর আশায় তাদের পেছনে ঘুরছেন এসব অসহায় মানুষ। এ দিকে মানিক নামের একজন চাকুরীর আশায় ম্যান পাওয়ার শফিকে দশ হাজার টাকা দিয়েছে বলে তিনি দাবি করেন। টাকা দেওয়ার দুই মাস পার হলেও হয়নি তার চাকুরী । এ ভাবে চাকুরী দেওয়ার নাম করে শতাধিক মানুষের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে এসব ম্যানপাওয়ার ডিলারদের নামে।

ঘটনার সত্যতা যাচাই জন্য মুঠোফোনে ম্যানপাওয়ার বাবুর (০১৭৯৮৭৪১৩৭৯) সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও পাওয়া যায়নি তাকে । ফলে স্থানীদের চাইনিজ গেটের সামনেই অপেক্ষার পর অবশেষে হতাস হয়ে বাড়ি ফিরতে হয়েছে সেখান থেকে।


(এএএম/এস/এপ্রিল২১,২০১৬)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test