E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

সিরাজগঞ্জে গণধর্ষণকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন

২০১৬ জুন ০১ ১৪:২৫:৩০
সিরাজগঞ্জে গণধর্ষণকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে কিশোরী ধর্ষণকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে এলাকাবাসী।

বুধবার সকাল সাড়ে ১২ টার দিকে সিরাজগঞ্জ শহরের প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন, ইউপি সদস্য আমির হোসেন, লুৎফর রহমান আলকাস, নাজমুল হক নাজু, শহীদুল ইসলাম ও আতিকুর রহমান প্রমুখ।

মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, গত ২১ এপ্রিল সদর উপজেলার ভাটপিয়ারী বালুর চরে ৬ জন মিলে গণধর্ষণ করে এক কিশোরীকে। এ মামলার অন্যতম আসামী সোহেল, রাসেল, মমিন, নুরু ও নাজমুল প্রকাশ্যে ঘোরাফেরা করলেও তাদের গ্রেফতার করা হচ্ছে না।

উপরন্তর আসামীপক্ষ বাদী ও তার পরিবারকে নানাভাবে হুমকি প্রদর্শন করে আসছে। অবিলম্বে এ গণধর্ষণকারীদের গ্রেফতার ও বিচারের দাবি জানান বক্তারা।

(এসএলকে/এএস/জুন ০১, ২০১৬)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test