E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

বিলুপ্ত হয়ে যাচ্ছে দেশি প্রজাতির মাছ

২০১৬ জুন ০৯ ১৫:৫৫:২৬
বিলুপ্ত হয়ে যাচ্ছে দেশি প্রজাতির মাছ

দিনাজপুর প্রতিনিধি :“মাছে ভাতে বাঙালি” কথাটি যেন বাসি হতে চলেছে। দিনাজপুরের উপজেলাগুলোর বিভিন্ন গ্রামাঞ্চলের পরিচিত দেশিয় প্রজাতির মাছ আজ বিলুপ্তির পথে। এ অঞ্চলের খাল বিল, নদ নদীসহ মুক্ত জলাশয় গুলো মাছ শূন্য হয়ে পড়েছে।

আবহাওয়া পরিবর্তনের কারণে খাল বিলের পানি শুকিয়ে যাওয়ার ফলে দেশীয় প্রজাতির মাছ কমে যাওয়ার একটি অন্যতম কারণ বলে সচেতন মহল মনে করছেন। ইতোমধ্যে এ অঞ্চল থেকে হারিয়ে যেতে বসেছে পাবদা, সরপুঁটি, তিতপুঁটি, টেংরা, চান্দা, কৈ, শিং, মাগুর, বেলে, শৈল, গজার, বোয়াল, বাইম, চিতলসহ দেশিয় বিভিন্ন প্রজাতির মাছ। গ্রামাঞ্চলের ছোট বড় হাট বাজারগুলোতেও এ প্রজাতির মাছ আগের মতো এখন আর তেমন দেখা যায় না।

দিনাজপুরের ফুলবাড়ীর হাটবাজারগুলোতে এ প্রজাতির মাছের আমদানি একেবারেই নেই বললেই চলে। তবে মাঝে মধ্যে কিছু মাছ হাটবাজারে ওঠলেও সেগুলো চলে যায় বিত্তবানদের ঘরে। ।

এ অবস্থা বিরাজ থাকলে আগামী ৫ বছরের মধ্যে নদনদী, খাল বিলসহ মুক্ত জলাশয়গুলোতে প্রাকৃতিক মাছ শূন্য হয়ে পড়বে। বিগত এক দশক আগেও দেশি প্রজাতির প্রাকৃতিক মাছের কোন ঘাটতি ছিল না। গ্রামের মানুষ পাতাজাল, ধর্মজাল, বেড়াজাল ইত্যাদি দিয়ে মাছ ধরত। মাছ খেতে খেতে বিমুখ হয়ে যেত। কিন্তু এখন আর সেই মাছ গ্রামাঞ্চলের মানুষ চোখে দেখতে পাচ্ছে না। সোনার হরিণে পরিণত হয়ে গেছে।

উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, উপজেলার জলাশয় ভরাট, জনসংখ্যা বেড়ে যাওযায় মৎস্য আহরণের চাপ বেড়ে গেছে। অপরদিকে, সেচ দিয়ে মাছ মেরে ফেলা হচ্ছে। জমিতে কীটনাশকের প্রভাবে দেশিয় প্রজাতির মাছ বিলুপ্ত হয়ে যাচ্ছে।

(এসিজিএ/এস/জুন ০৯,২০১৬)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test