E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

সারাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনকে হত্যা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

২০১৬ জুন ২৩ ১৬:৩৬:২২
সারাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনকে হত্যা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

গোপালগঞ্জ প্রতিনিধি : সারা দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনকে হত্যা ও নির্যাতনে প্রতিবাদে এবং দোষীদের গ্রেফতারের দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও মানববন্ধ কর্মসূচী পালিত হয়েছে। বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোট জেলা শাখা এ কর্মসূচীর আয়োজন করে।

বৃহম্পতিবার সকাল ১১টার দিকে শহরের কেন্দ্রীয় সার্বজনীন কালীবাড়ী থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় প্রেসক্লাবের সমানে গিয়ে শেষ হয়। পরে সেখানে বঙ্গবন্ধু সড়কের উপর ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে। এসময় সংখ্যালঘু হত্যা ও নির্যাতন বন্ধের দাবীতে বিভিন্ন ধরনের প্লেকার্ড প্রদর্শন করা হয়।

মানববন্ধন চলাকালে বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোট জেলা শাখার সভাপতি বিজন রায়, সাধারণ সম্পাদক গুরুদাস দত্ত্, হরিচাদ-গুরুচাদ কমিটির পৃষ্ঠপোষক সুবল রায়, কেন্দ্রীয় খ্রীষ্টান লীগ নেতা ডেভিড বৈদ্য বক্তব্য রাখেন।

এসময় বক্তরা, সংখ্যালঘুদের হত্যা ও নির্যাতনকারীদের দ্রুত গ্রেফতার করে শাস্তি নিশ্চিতসহ নিরাপত্তা দেওয়ার দাবী জানান।

এ মানববন্ধনে মাইনরিটি রাইটস ফোরাম, বাংলাদেশ খ্রীষ্টানলীগসহ বিভিন্ন সংখ্যালঘু সম্প্রাদায়ের লোকজন অংশ নেন।

(পিএম/এএস/জুন ২৩, ২০১৬)

পাঠকের মতামত:

১৮ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test