E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বাগেরহাটে লাঠি-বাঁশি নিয়ে জঙ্গী ও সন্ত্রাস বিরোধী মহাসমাবেশ

২০১৬ জুন ২৯ ২১:১৪:০১
বাগেরহাটে লাঠি-বাঁশি নিয়ে জঙ্গী ও সন্ত্রাস বিরোধী মহাসমাবেশ

বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটে লাঠি-বাঁশি নিয়ে জেলা পুলিশের আয়োজনে জঙ্গী ও সন্ত্রাস বিরোধী মহাসমাবেশ হয়েছে। বুধবার বিকেলে বাগেরহাট হযরত খানজাহান আলী (র:) মাজার মোড় এলাকায় এই মহাসমাবেশে প্রধান অহিথি হিসাবে বক্তব্য দেন পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি মনির-উজ-জামান।

মহাসমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, র‌্যাব-৬ এর অধিনায়ক খন্দকার মো. রফিকুল ইসলাম, অতিরিক্ত ডিআইজি একরামুল হাবিব, বাগেরহাট পুলিশ সুপার নিজামুল হক মোল্যা, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শেখ কামরুজ্জামান টুকু, ছাত্রলীগ সভাপতি মো. মনির হোসেন, ষাটগম্বুজ ইউপি চেয়ারম্যান আক্তারুজ্জামান বাচ্চু প্রমুখ।

বক্তারা বলেন, দেশের সাধারণ মানুষ সব অন্যায়, জুলুম, অত্যাচার থেকে মুক্তি পেতে চায়। যারা ইসলামের নামে নিরীহ মানুষ খুন করছে, তারা আসলে মানুষ নয়, মানুষ নামের কলঙ্ক। সেইসব মানুষ নামের কলঙ্কদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। বাংলাদেশ পুলিশ বাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব পালনে বিদেশেও সুনাম অর্জন করেছে। বর্তমানে তাদের ওপর দেশ বিরোধীচক্র হামলা করছে। তাই জনগণকে সাথে নিয়ে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে।

পরে প্রধান অতিথি স্থানীয় গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মাঝে বাশের লাঠি ও বাঁশি তুলে দেন।

(এসএকে/এস/জুন২৯,২০১৬)

পাঠকের মতামত:

০১ নভেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test