E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

টাঙ্গাইলে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন করাদণ্ড

২০১৬ জুলাই ২৬ ১৫:৩০:০২
টাঙ্গাইলে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন করাদণ্ড

টাঙ্গাইল প্রতিনিধি :টাঙ্গাইলে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন করাদন্ডের আদেশ দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। মঙ্গলবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শরীফ উদ্দিন আহমেদ এই রায় দেন।

দন্ডিতের নাম মো. ছোরহাব হোসেন, তার বাড়ি গোপালপুর উপজেলার মাদারজানী পুর্বপাড়া গ্রামে। মামলায় নির্দোষ প্রমানিত হওয়ায় অপর ৩জনকে বেকসুর খালাস দিয়েছে আদালত। খালাস প্রাপ্তরা হলেন, সাইফুল ইসলাম, চান মিয়া ও সালমা বেগম।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০ হাজার টাকা যৌতুকের দাবিতে গত ২০১৩ সালের ২৮ অক্টোবর রাতে গোপালপুর উপজেলার মাদারজানী পুর্বপাড়া গ্রামের ছোরহাব হোসেন তার স্ত্রী চম্পা বেগমকে নির্যাতন করে হত্যা করে। এ ঘটনায় নিহত চম্পা বেগমের ভাই বাদী হয়ে ৪ জনকে আসামী করে পরের দিন গোপালপুর থানায় মামলা দায়ের করেন।








(এমএনইউ/এস/জুলাই ২৬,২০১৬)

পাঠকের মতামত:

১৪ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test