E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

বাংলা ভাইয়ের ‘অর্থ সহায়ক’ আটক

২০১৬ জুলাই ২৮ ১৫:৩৯:৪৬
বাংলা ভাইয়ের ‘অর্থ সহায়ক’ আটক

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর বাগমারা উপজেলার বড়বিহানালী এলাকা থেকে আকবর আলী (৫৩) ওরফে ভাটা আকবর নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।  বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ওই অভিযান চালানো হয়।

পুলিশ বলছে, আকবর নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য। তিনি মৃত্যুদণ্ড কার্যকর হওয়া জেএমবি নেতা সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাইকে অর্থ দিয়ে সহায়তা করতেন।

বাগমারা থানার উপপরিদর্শক (এসআই) রাজিব হাসানের ভাষ্য, গোপন খবরের ভিত্তিতে অভিযানকালে নিজ বাড়ি থেকে পুলিশ আকবর আলীকে আটক করে। তিনি জেএমবির সদস্য। আকবর বিভিন্ন অভিযানে অর্থ দিয়ে বাংলা ভাইকে সহায়তা করতেন। এর আগেও তাঁকে আটক করা হয়েছিল।

থানার কর্তব্যরত কর্মকর্তা সহকারী উপপরিদর্শক (এএসআই) আমজাদ হোসেনের ভাষ্য, আকবর থানা হাজতে রয়েছেন।

(ওএস/এএস/জুলাই ২৮, ২০১৬)

পাঠকের মতামত:

১৭ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test