E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

নওগাঁর মান্দায় নাশকতার ষড়যন্ত্রে লিপ্ত জেএমবি সদস্য গ্রেফতার

২০১৬ আগস্ট ০৪ ২০:২২:১৬
নওগাঁর মান্দায় নাশকতার ষড়যন্ত্রে লিপ্ত জেএমবি সদস্য গ্রেফতার

নওগাঁ প্রতিনিধি :নওগাঁর মান্দায় নাশকতার ষড়যন্ত্রে লিপ্ত জেএমবি সদস্য জামায়াত নেতা আব্দুল কাইয়ুমকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার কাইয়ুম উপজেলার কালীগ্রাম গ্রামের আসগর আলীর ছেলে।

বুধবার রাতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলা জামায়াতের প্রচার সম্পাদক বলে জানা গেছে।

থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন জানান, পুলিশের বিশেষ অভিযান চলাকালে গত ১৪ জুন উপজেলার কীর্তলী পূর্বপাড়া গ্রামের শহর উদ্দিনের ছেলে জেএমবি সদস্য মোজাম্মেলকে গ্রেফতার করা হয়। ওই সময় তার বাড়ি থেকে বেশকিছু জিহাদি বই উদ্ধার করা হয়েছিল। ঘটনায় থানার উপপরিদর্শক জাহাঙ্গীর আলম বাদি হয়ে মোজাম্মেল হকসহ অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন। ওই মামলায় জামায়াত নেতা আব্দুল কাইয়ুমকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার তাকে নওগাঁ আদালতে সোপর্দ করা হয়েছে।

ওসি আরো জানান, ইতোপূর্বে উপজেলার দেলুয়াবাড়ি বাজারে সরকার বিরোধী পোষ্টার সাঁটানোর সময় জামায়াত নেতা আব্দুল কাইয়ুম গ্রেফতার হয়েছিলেন। ওই ঘটনায় তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করা হয়। যা আদালতে বিচারাধীন রয়েছে।







(বিএম/এস/আগস্ট ০৩,২০১৬)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test