E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

কোম্পানীগঞ্জে সেতুমন্ত্রীর ভাইকে হত্যার হুমকি

২০১৬ আগস্ট ০৯ ১২:৫৩:৫৮
কোম্পানীগঞ্জে সেতুমন্ত্রীর ভাইকে হত্যার হুমকি

কোম্পানীগঞ্জ (নোয়াখালী)প্রতিনিধি :সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জাকে প্রাণনাশের হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। প্রসঙ্গত, আবদুল কাদের মির্জা নোয়াখালী জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

সরেজমিনে জানা গেছে, সোমবার রাত নয়টায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ০১ নং ওয়ার্ডের বড় রাজাপুর গ্রামে মন্ত্রী ওবায়দুল কাদেরের নিজ বাড়িতে তার ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার ঘরের ছাদে কে কারা ঢিল ছুঁড়ে। এ সময় তার বাসার কাজের মেয়ে লিমা (১৫) ঘরের ছাদে একটি ইট দেখতে পায়। সে দ্রুত নেমে ঘরের পিছনে গিয়ে দেখতে পায় মুখোশ পরা কালো পোশাকধারী একজন ব্যক্তি অস্ত্র হাতে দাঁড়িয়ে আছে। ওই ব্যক্তি লিমার দিকে তাকিয়ে মেয়র আবদুল কাদের মির্জার নাম ধরে বলতে থাকে ‘রাতে আমি তাকে হত্যা করবো। তুই রাতে দরজা খোলা রাখবি, যদি না রাখিস তাহলে তোকে হত্যা করা হবে।’ এ সময় লিমা চিৎকার করলে বাড়ির লোকজন বের হলে ওই সন্ত্রাসী দ্রুত পালিয়ে যায়।

এ খবর ছড়িয়ে পড়লে আবদুল কাদের মির্জার আত্মীয় স্বজন ও দলীয় নেতা-কর্মী, পুলিশ, ডিবি ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা তার বাসায় ছুটে যান। রাত ১০টায় সংবাদকর্মীরা আবদুল কাদের মির্জার বাসভবনে গিয়ে বিষয়টি জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন। এ ঘটনায় এখনো কেউ গ্রেফতার হয়নি।


(ওএস/এস/আগস্ট০৯,২০১৬)

পাঠকের মতামত:

০৩ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test