E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

চাটমোহরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

২০১৬ আগস্ট ২১ ২১:০৯:০৯
চাটমোহরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

চাটমোহর (পাবনা) প্রতিনিধি :পাবনার চাটমোহরে বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে ২ শিশুকন্যার মৃত্যু হয়েছে। রোববার দুপুর ২টার দিকে উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের কাটাখালী গ্রামে এ ঘটনা ঘটে। মৃত দুই শিশু হলো-ওই গ্রামের মহির উদ্দিনের মেয়ে হাফসা খাতুন (৬) ও আবুল কালামের মেয়ে বীনা খাতুন (৬)। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো বোন।

স্থানীয়রা জানান, কয়েকদিন আগে রাজশাহী থেকে কাটাখালী গ্রামে নানা লোকমান প্রামানিকের বাড়িতে বেড়াতে আসে শিশু হাফসা। রোববার দুপুরে হাফসা তার মামাতো বোন বীনার সাথে খেলাধুলা করছিল। এক পর্যায়ে পরিবারের সবার অলক্ষ্যে বাড়ির পাশে পুকুরে পানিতে ডুবে যায় হাফসা-বীনা। এসময় প্রতিবেশি অপর শিশুরা তাদের পানিতে ডুবে যেতে দেখে বাড়িতে খবর দেয়। পরে পুকুরের পানিতে খোঁজাখুঁজি করে শিশু দু’টির মরদেহ উদ্ধার করে পরিবারের লোকজন। দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হক জানান, পানিতে ডুবে দুই শিশু মৃত্যুর ঘটনা জানা নেই। খোঁজ নিয়ে দেখছি।






(এসএইচএম/এস/আগস্ট২১,২০১৬)

পাঠকের মতামত:

১৩ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test