E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

ইউপি সচিবকে পেটালেন সাবেক চেয়ারম্যান

২০১৬ সেপ্টেম্বর ০৭ ১৬:৪৩:২৭
ইউপি সচিবকে পেটালেন সাবেক চেয়ারম্যান

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়ন পরিষদের সচিব আকলাম হোসেন মাসুদকে (৪০) পিটিয়ে আহত করেছেন একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম মাষ্টার ও তার লোকজন। মঙ্গলবার দুপুরে এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ইউপি সচিবকে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন আহত সচিব আকলাম হোসেন মাসুদ জানান, মঙ্গলবার দুপুরে তিনি পরিষদের বসে দাপ্তরিক কাজ করছিলেন। দুপুর দেড়টার দিকে ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম মাষ্টারের নেতৃত্বে এক দল লোক পরিষদ অফিসে গিয়ে তাকে প্রথমে অকথ্য ভাষায় গালাগালাজ করেন। সচিব এর প্রতিবাদ করলে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম মাষ্টার তার সাথে থাকা লোকজনকে নিয়ে সচিবকে বেধড়ক মারধর করেন। রবিউল ইসলামের সাথে থাকা লোকজন তাকে পরিষদের কক্ষ থেকে টেনে-হিচড়ে প্রথমে পরিষদের বারান্দায় ও পরে পরিষদের পাশে থাকা একটি মাঠে নিয়ে বেদম মারধর করে। পরে এলাকাবাসী সংবাদ পেয়ে এগিয়ে আসলে হামলাকারীরা চলে যায়

মারপিটের কারণ সম্পর্কে আহত আকলাম হোসেন জানান, ইউপি চেয়ারম্যান থাকাকালীন রবিউল করিম মাস্টার বিভিন্ন অনিয়ম-দূর্নীতি করেছেন। তার কথামতো চেক সই করিনি। এছাড়া সর্বশেষ ১ লাখ ৪৪ হাজার টাকার একটি উন্নয়ন কাজ না করেই টাকা তুলে নেয়ার চেষ্টা করেন। এজন্য তিনি আমাকে চেক সই করতে বলেছিলেন। আমি তার কথামতো চেক সই না করায় ক্ষুব্ধ হয়ে আজ লোকজন নিয়ে এসে আমার ওপর হামলা করেছেন সাবেক চেয়ারম্যান।

হান্ডিয়াল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জাকির হোসেন জানান, মঙ্গলবার দুপুরে ইউনিয়ন পরিষদে নিয়মিত সভা হয়। সভার পরে তিনি (চেয়ার‌্যান জাকির হোসেন) সহ অন্যরা পরিষদ থেকে চলে গেলেও সচিব আকলাম হোসেন মাসুদ পরিষদে বসেই দাপ্তরিক কাজ করছিলেন। দুপুর দেড়টার দিকে সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম মাষ্টার লোকজন নিয়ে এসে অতর্কিত সচিবের উপরে হামলা চালান। পরে স্থানীয়রা সচিবকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ষে ভর্তি করে।

ইউএনও বেগম শেহেলী লায়লা জানান, “বিষয়টি আমি শুনেছি। আমি অভিযুক্তের সাথে কথা বলেছি। যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হক জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

(এসএইচএম/এএস/সেপ্টেম্বর ০৭, ২০১৬)

পাঠকের মতামত:

১৪ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test