E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

পাবনায় শাশুড়িকে পিটিয়ে হত্যা, পুত্রবধূ আটক

২০১৬ সেপ্টেম্বর ১৮ ১০:৪৫:২৮
পাবনায় শাশুড়িকে পিটিয়ে হত্যা, পুত্রবধূ আটক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ঈশ্বরদীর পার্শ্ববর্তী আটঘরিয়ার মায়াজান বিবি (৬৫) নামে এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। শনিবার সন্ধ্যার পর মাজপাড়া ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনায় জড়িত সন্দেহে বৃদ্ধার ছেলে শাহ আলমের তালাকপ্রাপ্ত পুত্রবধূ রিমা খাতুনকে (৩৫) পুলিশ আটক করেছে । নিহত মায়াজান বিবি ওই গ্রামের সুরমান আলীর স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, শাহ আলম বিগত ছয় মাস আগে রিমাকে তালাক দিয়ে ঢাকায় চলে যান। রিমাও ওই বাড়ি ছেড়ে চলে যান। কিন্তু আজ শনিবার সন্ধ্যার দিকে তিনি বাড়িতে এসে শাহ আলমের খোঁজ করেন। তাঁকে না পেয়ে রিমা একপর্যায়ে শাশুড়ি মায়াজানের সঙ্গে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে লাঠি দিয়ে রিমা বৃদ্ধা শাশুড়ি মায়াজানকে পেটাতে থাকেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ এস এম ফারুখ আহম্মেদ জানান, এই ঘটনার পর গ্রামবাসীরা রিমাকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রিমাকে গ্রেফতার করে এবং মায়াজানের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানিয়েছেন।

(এসকেকে/এএস/সেপ্টেম্বর ১৮, ২০১৬)

পাঠকের মতামত:

১৪ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test