E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

ফুলবাড়ীতে মাদক বিরোধী সমাবেশ

২০১৬ অক্টোবর ১৯ ১৫:৫২:৪১
ফুলবাড়ীতে মাদক বিরোধী সমাবেশ

দিনাজপুর প্রতিনিধি :‘পুলিশই জনতা, জনতাই পুলিশ” এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে থানা পুলিশের উদ্যোগে গতকাল বুধবার মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোকছেদ আলীর সভাপতিত্বে এবং ওসি (তদন্ত) আব্দুর রহমানের সঞ্চালনায় থানা চত্বরে আয়োজিত মাদক বিরোধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার (এসপি) মো. হামিদুল আলম।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এহেতেশাম রেজা, পৌর মেয়র মুরতুজা সরকার মানিক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হায়দার আলী শাহ, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল, ইউপি চেয়ারম্যান উপাধ্যক্ষ শাহ মো. আব্দুল কুদ্দুস, মাওলানা নবিউল ইসলাম, মানিক রতন, আবু তাহের, ফুলবাড়ী প্রেসক্লারেব সহ-সভাপতি দৈনিক খোলা কাগজ প্রতিনিধি প্রভাষক আজিজুল হক সরকার, ওয়ার্ড পুলিশিং কমিটির সভাপতি আবু ফরহাদ বাচ্চু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ডা. নিরঞ্জন রায়, শ্রমিক নেতা আতাউর রহমান হিটলার, ইউপি সদস্যা রাবেয়া বেগম, মাদক বিরোধী সংগঠন জাগ্রত নারী’র শিরিন আক্তার প্রমূখ। মাদক বিরোধী সমাবেশে উপজেলার বিভিন্ন শ্রেণি ও পেশার নারী-পুরুষরা অংশ নিয়ে তাদের মতামত তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো. হামিদুল আলম বলেন, মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে। মাদকের সাথে জড়িত কোন ব্যক্তিকেই ছাড় দেয়া হবে না। মাদকের সাথে কোন পুলিশ সদস্যের সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি ভোগ করতে হবে। একইভাবে থানায় আইনের আশ্রয় নিতে এসে কোন সাধারণ মানুষ যদি হয়রানীর শিকার হয় তাহলেও কঠোর ব্যবস্থা নেয়া হবে।

জঙ্গিবাদ আর মাদকের বিষয়ে কোন আপোষ করা হবে না। জঙ্গিবাদ আর মাদক দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। দেশকে রক্ষা করতে হলে এদের বিরুদ্ধে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তুলে নির্মূল করতে হবে।







(এসিজিএ/এস/অক্টোবর ১৯, ২০১৬)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test