E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

রায়পুরে গণেশের বখাটেপনায় অতিষ্ট হিন্দু সম্প্রদায়ের লোকজন

২০১৬ অক্টোবর ১৯ ১৬:৪১:৫৯
রায়পুরে গণেশের বখাটেপনায় অতিষ্ট হিন্দু সম্প্রদায়ের লোকজন

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি : নাম অনুরূপ অধিকারী গণেশ। ৩২ বছরের টগবগে যুবক। দেখতে সুঠাম দেহ ও সৌন্দর্য সচেতন। কিন্তু কাজ কর্মে সে এলাকার লোকজনের কাছে মূর্তিমান আতঙ্ক। আতঙ্ক ছড়াতে সদা পারদর্শী এ যুবক ইতোমধ্যেই এলাকায় ঘটিয়েছে নানান অপকর্ম। ঘটনা ঘটিয়েই চলে যায় আত্মগোপনে। লোকজন ওই ঘটনা ভুলতে চললেই আবার নতুন করে আরেকটি ঘটনা ঘটিয়ে নিজেকে আবার আলোচনায় ফিরিয়ে আনে।

গণেশের একের পর এক বখাটেপনায় অতিষ্ট লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দক্ষিণ চর আবাবিলের ক্যাম্পেরহাটে হিন্দু সম্প্রদায়ের লোকজনের জীবনযাত্রা। তারা আতঙ্কিত থাকেন গণেশের দ্বারা হামলার শিকার হওয়ার। বখাটে গণেশ ক্যাম্পেরহাট সংলগ্ন উত্তর গাইয়ারচর গ্রামের হোনারী বাড়ির দ্রুব অধিকারীর দ্বিতীয় পুত্র। ওই এলাকার নিত্যগোপাল মজুমদার, তপনেশ্বর কীর্ত্তনীয়া, তপন অধিকারী, মাষ্টার বলরাম মজুমদার, প্রভাষক দুলাল কীর্ত্তনীয়া, মাষ্টার লিটন কীর্ত্তনীয়া, মানিক মজুমদার সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
পূর্ব গাইয়ার চরের প্রতাপ চন্দ্র মজুমদার মানিক বলেন, জুয়েলারী দোকানের কারিগর অনুরূপ অধিকারী গণেশ একজন ছিঁচকে চোর। বখাপেনা ও চুরি এবং মাদক ব্যবসার সাথে জড়িত সে।

এলাকায় সুপারি চুরি করতে গিয়ে ধরা খায় গণেশ। ওই ঘটনায়সহ অন্যান্য ঘটনাগুলোতে প্রতিবাদ করায় সে আমাকে শায়েস্তা করতে সুযোগ খুঁজতে থাকে। বৃহস্পতিবার দুপুরে গণেশের বাড়ির সম্মুখ দিয়ে মোটরসাইকেলে যাওয়ার সময় আমাকে দেখে ফেলে সে। আমাকে দেখেই দৌঁড়ে বাড়ি থেকে লোহার রড এনে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করে। ওই সময় লোকজন আমাকে উদ্ধারে এগিয়ে এলে সে তাদেরক ধারালো দা নিয়ে শাসায়। পুলিশ আসলে পালিয়ে যায় সে। এ ঘটনায় আমি মামলা করেছি।

খোঁজ নিয়ে জানা যায়, বছর দুয়েক আগে গণেশ কাপিলাতলী ও ফরিদগঞ্জে স্বর্ণ চুরি করতে গিয়ে ধরা খায়। এরপর এলাকা ছেড়ে ভোলায় এক দোকানে কারিগর হিসেবে কাজ নেয়। সেখান থেকে প্রায়ই এলাকায় এসে হানা দেয় সে। গণেশের দ্বারা উত্যক্তের শিকার হয় তপন অধিকারীর ৯ম শ্রেণী পড়ুয়া কন্যা, প্রভাষক দুলাল কীর্ত্তনীয়ার ৯ম শ্রেণী পড়ুয়া কন্যা, সঞ্জয় মজুমদারের ৯ম শ্রেণী পড়ুয়া কন্যা, অজিত মজুমদারের ৯ম শ্রেণী পড়–য়া কন্যা। দুলাল কীর্ত্তনীয়া এক লক্ষ টাকা চাঁদা না দিলে তার কন্যাকে অপহরণেরও হুমকি দেয় সে। প্রায় দু’বছর আগে একই এলাকার মতি বেপারীর পান চুরি করে। সুপারি চুরি করে দুলাল কীর্ত্তনিয়ার বাগানের। গণেশকে নিয়ে এলাকায় বহুবার শালিস-দরবার হয়। প্রতিটি বৈঠকেই সে দোষী সাব্যস্ত হয়ে মুচলেকা ও জরিমানা দেয়।

ক্যাম্পেরহাটের বয়োজ্যেষ্ঠ্য হিন্দু নেতা বাবু নিত্য গোপাল মজুদার, তপনেশ্বর কীর্ত্তনীয়া ও স্থানীয় ওয়ার্ড মেম্বার হারুনুর রশিদ বলেন, অনুরুপ অধিকারী গণেশ এখানকার হিন্দু সম্প্রদায়ের মাঝে একটি মূর্তিমান আতঙ্কের নাম। এলাকায় চুরি, ইভটিজিং, মাদক ব্যবসা ও দুর্বৃত্তপনার একটি সংঘবদ্ধ চক্রের সাথে জড়িত সে। তার মাদকের কারণে এলাকার যুব সমাজ ও বখে যাচ্ছে। নিজ সম্প্রদায়ের লোকজন প্রায়ই তার দ্বারা হামলা, হয়রানি, ও উত্যেক্তের শিকার হয়। ঘটনা ঘটিয়েই কিছুদিন আত্মগোপনে থেকে আবার একই কর্ম করে সে। আর্থিক সহযোগিতা পাওয়ায় এক্ষেত্রে পরিবারের লোকজনও তাকে সহায়তা করে। আতঙ্কের কারণে সম্প্রদায়ের লোকজনের স্বাভাবিক জীবনযাত্রা ব্যহত হচ্ছে। আমরা দ্রুত এ থেকে পরিত্রান চাই।

এদিকে বখাটে গণেশের বখাটেপনার আর একটি উজ্জ্বল দৃষ্টান্ত তার ফেসবুক প্রোপাইল। ফেসবুকে তার আইডি অনুরুপ অধীকারী গণেশ নামে। ওই আইডিটির ইউজার নাম দেয়া হয়েছে ‘অপরাজিত সৈনিক’। সকল কাজ কর্মেই তিনি অপরাজিত থাকতে চান এমনটা থেকেই এ নামটি দিয়েছেন বলে পরিচিতজনদের বলে বেড়ান। সেখানেই তিনি পোস্ট দিয়েছে ধারালো ছুরি হাতের ছবিও। ওই ছবি এবং ছবির পোজটিই তার কার্যকলাপের নমুনা বলে দিচ্ছে।

এ ব্যাপারে বক্তব্য জানার চেষ্টা করেও অনুরূপ অধিকারী গণেশকে পাওয়া যায়নি। তার ব্যবহৃত মোবাইল নম্বরটিও বন্ধ পাওয়া যায়। বাড়িতেও গিয়েও কাউকে পাওয়া যায়নি। মামলা হওয়ায় তারা পলাতক বলে প্রতিবেশিরা জানিয়েছেন।

দক্ষিণ চর আবাবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাছির উদ্দিন বলেন, অনুরূপ অধিকারী গণেশ এলাকায় চুরি, ইভটিজিংসহ নানান অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত। হিন্দু সম্প্রদায়ের লোকজনের পাশে আমরা রয়েছি। সামাজিক এবং আইনগতভাবেও গণেশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেয়া হয়েছে।
রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন বলেন, বখাটে অনরূপ অধিকারী গণেশের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। পুলিশ তাকে গ্রেফতারের জন্য তৎপর রয়েছে।

(পিকেআর/এএস/অক্টোবর ১৯, ২০১৬)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test