E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

আওয়ামীলীগের জাতীয় সম্মেলনকে কেন্দ্র করে মৌলভীবাজারে সাজ সাজ রব

২০১৬ অক্টোবর ১৯ ১৭:৩০:১৪
আওয়ামীলীগের জাতীয় সম্মেলনকে কেন্দ্র করে মৌলভীবাজারে সাজ সাজ রব

মৌলভীবাজার প্রতিনিধি : আর দু’দিন পর পরই শুরু হবে বাংলাদেশের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল ও মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ত্বদানকারী দল বাংলাদেশ আওয়ামীলীগের ২০তম জাতীয় সম্মেলন। সংবাাদ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল সহ পুরো দেশের নজর এখন এই সম্মেলনের দিকে । দলের বিভিন্ন ইউনিটের নেতা কর্মীদের মধ্যেও বিরাজ করছে একদিকে আনন্দ অন্যদিকে উৎকন্ঠা ।

সম্মেলনকে কেন্দ্রকরে মৌলভীবাজার জেলায়ও বিরাজ করছে সাজ সাজ রব। সম্মেলন উপলক্ষে গঠিত কেন্দ্রীয় সাজসজ্জা উপ-কমিটির দেয়া সিদ্ধান্ত ও নির্দেশনার আলোকে বিভাগীয় শহর থেকে আরম্ভ করে জেলা ও উপজেলা শহর পর্যন্ত রাস্তার মোরে মোরে নির্মান করা হচ্ছে নান্দনিক ডিজাইনের তুরন। এসবে পিছিয়ে নেই পর্যটন জেলা শহর মৌলভীবাজার । জেলা সদরের নেতাকর্মীদের মাঝেও সম্মেলনের ঢেউ লেগেছে সর্বত্র ।

জাতির জনক বঙ্গবন্ধু ও দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত রং বেরঙের ব্যানার, পেষ্টুন শোভা পাচ্ছে শহরের রাস্তায় রাস্তায়,জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে সম্মেলনকে স্বাগত জানিয়ে এসব তুরন,ব্যানার ও পেষ্টুন লাগানো হয়েছে। জেলা যুবলীগ সভাপতি নাহিদ আাহমদ জানান,এবার দলের জাতীয় সম্মেলনে জেলা থেকে মোট ৮১ জন কাউন্সিলার ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ এক হাজার নেতাকর্মী অংশগ্রহন করবেন । তিনি আরো জানান সম্মেলনকে স্বাগত জানিয়ে শহরের সৌন্দর্য বর্ধনের জন্য বিভিন্ন স্থাপনায় রাতে আলোকসজ্জা দেয়া হবে । এছাড়াও সম্মেলনকে সফল করতে চলছে দলের বিভিন্ন ইউনিটের দফায় দফায় বৈঠক।

(একে/এএস/অক্টোবর ১৯, ২০১৬)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test