E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

গলাচিপায় জলবায়ু পরিবর্তন ও টেকসই উন্নয়ন বিষয়ক ওয়ার্কসপ

২০১৬ অক্টোবর ১৯ ১৮:১৯:২৭
গলাচিপায় জলবায়ু পরিবর্তন ও টেকসই উন্নয়ন বিষয়ক ওয়ার্কসপ

পটুয়াখালী প্রতিনিধি : জলবায়ু পরিবর্তন এবং দুর্যোগের ঝুঁকিহ্রাস এবং টেকসই অবকাঠামো উন্নয়ন শীর্ষক এক দিনের ওয়ার্কসপ অনুষ্ঠিত হয়। বুধবার গলাচিপা উপজেলা পরিষদ মিলনায়তনে বেলা ১১টায়, গলাচিপা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এল.জি.ই.ডি) এর ব্যবস্থাপনায় কোষ্টাল ক্লাইমেট রেজিলিয়েন্স ইনফ্রাষ্ট্রাকচার প্রকল্প (সি.সি.আর.আই.পি) এবং কেএফ ডাব্লু এর আর্থিক সহয়তায় উপজেলা পর্যায় বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধিদের নিয়ে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপজেলা প্রকৌশলী মোঃ আতিকুর রহমান তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সামসুজ্জামান লিকন, ভাইস চেয়ারম্যান মতিউর রহমান, মহিলা ভাইস চেয়রম্যান নার্গিস সুলতানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মনিরুল ইসলাম ও গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ: হালিম মিয়া প্রমুখ।

দিনব্যাপি কর্মশলয় জলবায়ু পরিবর্তন এর প্রভাব বিস্তার এবং ক্ষতিকর দিকগুলোর বিষয়ে এবং টেকসই অবকাঠামো উন্নয়ন বিষয়ে গবেষনা মূলক বক্তব্য দেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এ্যাসোসিয়েট প্রফেসর ড. আলমগীর কবির এবং পরিবেশ বিশেষজ্ঞ মো: ফারুক বিশ্বাস। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক খালিদ হোসেন মিলটন, প্রভাষক হারুন অর রশিদ ও সোহাগ রহমান প্রমূখ। কর্মশলয় সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, সমাজ সেবক, গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা কর্মচারী অংশ নেয়।

(আরবি/এএস/অক্টোবর ১৯, ২০১৬)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test