E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

রামগতিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা

২০১৪ জুন ১৪ ১১:০৪:৫৫
রামগতিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চররমিজ ইউনিয়নের চরআফজাল গ্রামে যৌতুকের দাবিতে রিনা বেগম (২১) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করেছে তার স্বামী। শনিবার সকাল ১০টার দিকে পুলিশ ওই গৃহবধূর লাশ উদ্ধার করেছে।

জানা যায়, নিহত গৃহবধূ রিনা রামগতি উপজেলার চররমিজ ইউনিয়নের চরআফজাল গ্রামের মোহাম্মদ আলীর স্ত্রী ও কমলনগর উপজেলার চরফলকন গ্রামের জয়নাল আবেদীন মিস্ত্রির মেয়ে।

চার বছর আগে মোহাম্মদ আলীর সঙ্গে রিনার বিয়ে হয়। তাদের আড়াই বছর বয়সী একটি মেয়ে রয়েছে। ঘাতক স্বামী মোহাম্মদ আলী রামগতি উপজেলার চরআফজাল গ্রামের মিলন মিস্ত্রির ছেলে।

এলাকাবাসী জানায়, যৌতুক ও পারিবারিক কলহের জের ধরে শুক্রবার রাতে স্ত্রী রিনা আক্তারকে স্বামী লাথি মারে। এতে স্ত্রী জ্ঞান হারিয়ে ফেলেন। ওই সময় স্ত্রীর পরনের শাড়ির আঁচল গলায় পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন তিনি। পরে এলাকার লোকজন বিষয়টি টের পেয়ে ঘাতক স্বামী মোহাম্মাদ আলীকে আটক করে পুলিশে দেন।

নিহত রিনার বাবা জয়নাল আবেদীন বলেন, মেয়ের স্বামী মোহাম্মদ আলী বিয়ের পর থেকে একাধিকবার যৌতুক নিয়েছেন। প্রায়ই যৌতুকের জন্য মেয়েকে পিটিয়ে আহত করতেন। যৌতুকের দাবি মেটাতে না পারায় তার মেয়েকে হত্যা করেছে।

রামগতির রড়খেরী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) মো. তাজল ইসলাম জানান, যৌতুক ও পারিবারিক কলহের জের ধরে গৃহবধূকে হত্যা করা হয়। লাশ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ঘাতক স্বামীকে আটক করা হয়েছে।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

(ওএস/জেএ/জুন ১৪, ২০১৪)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test