E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

লক্ষ্মীপুরে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে আহত

২০১৪ জুন ১৪ ১৩:৪৪:১০
লক্ষ্মীপুরে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে আহত

লক্ষ্মীপুর প্রতিনিধি :লক্ষ্মীপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ নেতা আল মামুনুর রশিদ মিথুনকে (২০)শুক্রবার রাতে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। লক্ষ্মীপুর সরকারি কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

জানা যায়, মিথুন লক্ষ্মীপুর সরকারি কলেজ এইচএসসির (মানবিক বিভাগ) ক্লাস কমিটির সাবেক ছাত্রলীগ সভাপতি।

স্থানীয় ও দলীয় সূত্র জানায়, রাতে ছাত্রলীগ নেতা মিথুন মশার কয়েল কিনতে কলেজ ক্যাম্পাস সংলগ্ন দোকানে যান। এসময় ওঁৎ পেতে থাকা ১৫-২০ জনের একদল দুর্বৃত্ত তার ওপর অতর্কিত হামলা চালায়। এসময় তাকে কুপিয়ে এবং বেদম পিটিয়ে আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতাল ভর্তি করে।
এলাকাবাসীর ধারণা অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে এ ঘটনা ঘটেছে।

এ ঘটনার প্রতিবাদে মিথুনের আত্মীয় স্বজন ও সমর্থকরা রাতেই লক্ষ্মীপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ শাখার সভাপতি আমজাদ হোসেন আজিমের পৌরসভার সমসেরাবাদ এলাকার বাড়িতে হামলা ও ভাঙচুর করে। এ ঘটনার জন্য তারা ছাত্রলীগ নেতা আজিম ও তার ভাড়াটে সন্ত্রাসীদের দায়ী করেছেন।

লক্ষ্মীপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনাটি পুলিশকে কেউ জানায়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

(ওএস/জেএ/জুন ১৪, ২০১৪)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test