E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

টাঙ্গাইলে সর্বহারা দলের সদস্যসহ ৪ অপহরণকারী গ্রেফতার

২০১৬ ডিসেম্বর ১২ ১৬:০৮:৪১
টাঙ্গাইলে সর্বহারা দলের সদস্যসহ ৪ অপহরণকারী গ্রেফতার

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতী থেকে অপহৃত কাঁচামাল ব্যবসায়ী রফিকুল ইসলামকে দেলদুয়ারের ছিলিমপুর থেকে উদ্ধার ও পুর্ববাংলা কমিউনিষ্ট পাটির (এমএলএল লাল পতাকা) সদস্যসহ ৪ অপহরণকারীকে গ্রেফতার করেছে কালিহাতী থানা পুলিশ। রবিবার গভীর রাতে দেলদুয়ার ও টাঙ্গাইল সদরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো মূল-পরিকল্পনাকারী দেলদুয়ার থানার কুইচতারা গ্রামের আফাজ উদ্দিনের ছেলে পারভেজ মিয়া(৩২), টাঙ্গাইল সদর থানার বিল মাগুরাটা গ্রামের চান মিয়ার ছেলে আতিকুর রহমান(২৩), বাসাখাঁনপুর গ্রামের রফিক মিয়ার ছেলে সর্বহারা দলের সদস্য ফরিদ হোসেন(২২), গালা গ্রামের ইদ্রিস ড্রাইভারের ছেলে ফজলু মিয়া(৩০)।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ খ.মো.আখেরুজ্জামান জানান, গত ১০ডিসেম্বর রাত ৮টায় মধুপুর উপজেলার সংগ্রাম শিমুল গ্রামের আঃ বাছেদের ছেলে কাঁচামাল ব্যবসায়ী রফিকুল ইসলাম(২১) কে কালিহাতী উপজেলার আগচারান মোড় থেকে সন্ত্রাসী অপহরণ করে তার পরিবারের নিকট দুই লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। অন্যথায় রফিকুল ইসলামকে হত্যার হুমকি দিয়ে বিভিন্নভাবে মোবাইল ফোনে ভয়ভীতি দেখাতে থাকে।

এ ব্যাপারে ভিকটিমের পরিবার কালিহাতী থানা পুলিশকে সংবাদ দিলে কালিহাতী থানা পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে দেলদুয়ার থানার ছিলিমপুর থেকে অপহৃত ভিকটিম উদ্ধারসহ ৪ জন অপহরণকারীকে গ্রেফতার করে এ ব্যাপারে কালিহাতী থানায় একটি মামলা হয়েছে।

(এমএনইউ/এএস/ডিসেম্বর ১২, ২০১৬)

পাঠকের মতামত:

০১ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test