E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

টাঙ্গাইলে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

২০১৬ ডিসেম্বর ১২ ১৬:১২:৪৬
টাঙ্গাইলে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন


টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের গোপালপুরে ফজলুল হক মিয়ার সাড়ে তিন শতাংশ জমি মরিয়ম আক্তারের পক্ষ নিয়ে গোপালপুর থানার ওসি আব্দুল জলিল দখল করে দেয়ার পায়তার করছে বলে অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটরিয়ামে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ভুক্তভোগি ফজলুল হক।

তিনি অভিযোগ করে জানান, প্রায় ২৪ বছর পূর্বে উপজেলার ডুবাইল সাবেক খতিয়ান নং ৫৪০, ৫১৫ নং দাগের সাড়ে তিন শতাংশ জমি জনৈক জেলেমন বিবি ও জঙ্গি হামলায় নিহত নিখিল চন্দ্র জোয়ারদারের কাছ থেকে ক্রয় করেন ফজলুল হক। এরপর সেখানে দোকানঘর নির্মান করে ব্যবসা পরিচালনা করে আসছেন। এরই মধ্যে গত দুই বছর পূর্বে ফজলুলের ভাগ্নি মরিয়ম আক্তার তার ক্রয় করা জমির পাশেই নরুল ইসলামের কাছ থেকে দুই শতাংশ জমি ক্রয় করে।

পরবর্তিতে ফজলুল তার জমিতে বহুতল ভবন নির্মানের কথা চিন্তা করলে তার ভাগ্নি তাকে দুই জনের জমিতে একই সাথে ভবন নির্মানের প্রস্তাব দেয়। পরে মামা-ভাগ্নির তাদের জমিতে যৌথভাবে ভবন নির্মানের কাজ শুরু করে যার যার অংশ বুঝে নেয়ার জন্য এ বছরের ১৬ মার্চ ৩০০ টাকার স্ট্যাস্পে লিখিত চুক্তি করে। কিছুদিন যাওয়ার পর ভাগ্নি মরিয়ম আক্তার গোপালপুর থানার ওসি আব্দুল জলিলকে দিয়ে মামা ফজলুল হককে বিভিন্ন ভাবে ভয়ভিতী দেখাতে থাকে। একই সাথে ক্রয়কৃত জমি ছেড়ে অনত্র চলে যাওয়ার জন্য মামাকে চাপ দিতে থাকে। বিষয়টি পৌর কর্তৃপক্ষকে জানালে পৌরসভার মেয়র ও স্থানীয় মাতাব্বরদের উপস্থিতিতে সিদ্ধান্ত হয় যৌথভাবে কোন ভবন নির্মাণ করা যাবে না। যার যার অংশে নিজেদের খরচে ভবন নির্মান করা হবে। এতে ক্ষিপ্ত হয়ে ভাগ্নি মরিয়ম আক্তার মামার নামে চাঁদাবাজির মামলা দায়ের করেন। এর পর ওসি আব্দুল জলিল ক্রয়করা সাড়ে তিন শতাংশ জমি ফজলুল হককে তার ভাগ্নির কাছে বিক্রি করে দিতে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছে। আর বিক্রি না করলে তাকে হত্যা, গুম, চুরি, ডাকাতিসহ থানায় তদন্তাধীন মামলায় আসামী করা হবে বলে হুমকি দিচ্ছে।

এ বিষয়ে গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে বলেন, মরিয়ম আক্তারকে তার মামা সম্প্রতি ওই জমির জন্য মারপিট করেছে। আমরা এ বিষয়ে অনেকবার চেষ্টা করেছি মীমাংসা করার জন্য কিন্তু ফজলুল কোন আগ্রহ দেখায়নি। তবে আমরা চাই ঘটনাটি মীমাংসা হোক।

(এমএনইউ/এএস/ডিসেম্বর ১২, ২০১৬)

পাঠকের মতামত:

০১ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test