E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

ফুলবাড়ীতে শিক্ষার্থীদের পুনর্মিলনী ও শিক্ষকদের সংবর্ধনা

২০১৬ ডিসেম্বর ২৬ ১৫:৫১:০০
ফুলবাড়ীতে শিক্ষার্থীদের পুনর্মিলনী ও শিক্ষকদের সংবর্ধনা

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে ১৯৮৫ সালে এসএসসি ব্যাচের শিক্ষার্থীদের দুইদিনব্যাপী পুনর্মিলনী ও শিক্ষক-শিক্ষিকা-কর্মচারিদের সংবর্ধনা অনুষ্ঠান সোমবার শেষ হয়েছে।
   

“বন্ধুত্বের বন্ধনে ফিরে যাই সোনালী দিনে, বন্ধুত্বের বন্ধনে ৩১ বছর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দুইদিনব্যাপী অনুষ্ঠিত হয় ১৯৮৫ সালে এসএসসি ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী ও সুজাপুর উচ্চ বিদ্যালয় ও জিএম পাইলট উচ্চ বিদ্যালয়ের তৎকালীন শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারিদের সংবর্ধনা প্রদান। একই সাথে পৌর শহরকে আলোক সজ্জার পাশাপাশি স্থানীয় রেল স্টেশনে প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য বসার নির্ধারিত আসন নির্মাণসহ দুই বিদ্যালয়ে পতাকা মঞ্চ তৈরি করে দেয়া হয়েছে।

অনুষ্ঠানের প্রথম দিন গত রবিবার সকালে বাদ্যবাজনা ও ঘোড়া নিয়ে পৌর শহরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে স্থানীয় জিএম পাইলট উচ্চ বিদ্যালয় হল রুমে অনুষ্ঠানের শুরুতে পরলোকগমনকারি শিক্ষক-কর্মচারিসহ ৮৫ ব্যাচের সহপাঠিদের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়।

পুনর্মিলনী অনুষ্ঠানের আহবায়ক শিশু রোগ বিশেষজ্ঞ ডা. এসএ সাদেকের সভাপতিত্বে আয়োজিত পুনর্মিলনীতে স্মৃতি চারণ ও শিক্ষক-শিক্ষিকা-কর্মচারিদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংবর্ধিত অবসর প্রাপ্ত শিক্ষক মজিবর রহমান, শান্তি গোপাল গুহ, বীরেন্দ্র নাথ সরকার, সঞ্জিব কুমার সরকার, খন্দকার রিয়াসত আলী, আবুল কালাম আজাদ, প্রাক্তণ শিক্ষার্থী পৌর মেয়র মুরতুজা সরকার মানিক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি ইত্তেফাক সংবাদদাতা প্রভাষক অমর চাঁদ গুপ্ত অপু, সাবেক সভাপতি সহকারি অধ্যাপক শেখ সাবীর আলী, আয়োজক ৮৫ ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে প্রভাষক সাদেকুল ইসলাম সাদেক, এনজিও ব্যক্তিত্ব এমএ কাইয়ুম, শিক্ষক তমিজুল ইসলাম রকেট, শিক্ষিকা মমতাজ সরকার মম, প্রভাষক খুরশিদ আলম নাদিম, শিক্ষক আব্দুর রউফ, সহকারি অধ্যাপক এসএম আব্দুল্লাহ, শিক্ষক আব্দুল হাই, ব্যবসায়ী সাহাজুল ইসলাম, সাবেক কাউন্সিলর আবুল বাসার প্রমুখ। শেষে বিকেল থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত চলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানে দ্বিতীয় দিন সোমবার সকাল থেকে একই মঞ্চে “বন্ধুত্বের বন্ধনে ফিরে যাই সোনালী দিনে, বন্ধুত্বের বন্ধনে ৩১ বছর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত স্মৃতি চারণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অনুষ্ঠানের আহবায়ক শিশু রোগ বিশেষজ্ঞ ডা. এসএ সাদেক।

আহবায়ক শিশু রোগ বিশেষজ্ঞ ডা. এসএ সাদেক ও সদস্য সচিব প্রভাষক সাদেকুল ইসলমা সাদেক বলেন, দুইদিন ব্যাপী অনুষ্ঠানে তৎকালীন ২০জন শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারিকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে। তবে ৮৫ ব্যাচের সহপাঠিদের নিয়ে আয়োজিত আলোচনা সভায় যেসব সহপাঠি আর্থিকভাবে অস্বচ্ছল ও দারিদ্রতায় পড়েছে তাকে আর্থিকভাবে সহযোগিতসহ তাদের ছেলে-মেয়েদের লেখাপড়াসহ বিয়ের ক্ষেত্রে সার্বিকভাবে সহযোগিতা প্রদানের জন্য সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই কার্যক্রম জানুয়ারি মাস থেকেই শুরু করা হবে।

(এসিজি/এএস/ডিসেম্বর ২৬, ২০১৬)

পাঠকের মতামত:

১৮ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test