E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

বিজিবি’র মহাপরিচালকের ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের অধিন বড়গ্রাম সীমান্ত পরিদর্শন

২০১৭ জানুয়ারি ১১ ১৭:১৭:৫৬
বিজিবি’র মহাপরিচালকের ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের অধিন বড়গ্রাম সীমান্ত পরিদর্শন


দিনাজপুর প্রতিনিধি : বর্ডার গার্ড বাংলাদেশ-(বিজিবি) এর মহাপরিচালক মেজর জেনারেল মো. আবুল হোসেন (পিএসসি-এনডিসি) মঙ্গলবার বিকেলে বিজিবি দিনাজপুরের ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের অধিন বড়গ্রাম সীমান্ত পরিদর্শন করেছেন।
   

বিজিবি মহাপরিচালকের সীমান্ত পরিদর্শন উপলক্ষে বড়গ্রাম বিওপি চত্বরে ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের উদ্যোগে বিজিবি ও বিএসএফের মধ্যে এক সৌহাদ্যপূর্ণ সীমান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের শুরুতে বিএসএফ ভারতের রায়গঞ্জ সেক্টর সদর দপ্তরের ডিআইজি শ্রী এ.ক এক্কা আনুষ্ঠানিকভাবে বিজিবি মহাপরিচালককে বিএএফের পক্ষ থেকে ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানান।

সীমান্ত বৈঠকে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. আবুল হোসেন (পিএসসি-এনডিসি) ছাড়াও বাংলাদেশের পক্ষে অংশ নেন বিজিবি উত্তর-পশ্চিম জোন রংপুর রিজিয়নের রিজিওনাল কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শাহরিয়ার আহম্মেদ চৌধুরী (এনডিসি-পিএসসি), দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মো. জাকির হোসেন, ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. কোরবান আলী এবং ভারতের পক্ষে অংশ নেন বিজিবি সদর সপ্তরের অতিরিক্ত মহাপরিচালক সদর দপ্তর রংপুরের বিএসএফ ভারতের রায়গঞ্জ সেক্টর হেডকোয়ার্টারের ডিআইজি শ্রী এ.ক এক্কা, রায়গঞ্জ বিএসএফ ৪১ ব্যাটালিয়নের অধিনায়ক কে কে মজুমদার, বিএসএফ ৪১ ই কোম্পানীর শ্রী অলোক কুমার প্রমুখ।

বৈঠক শেষে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. আবুল হোসেন (পিএসসি-এনডিসি) বাংলাদেশ ও ভারতের সীমান্তের শূন্য রেখার সীমান্ত পিলার পরিদর্শন করেন।

এর আগে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. আবুল হোসেন (পিএসসি-এনডিসি) বড়গ্রাম বিওপি চত্বরে দিনাজপুর সেক্টর আয়োজিত শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে দুস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। এ সময় বিজিবি’র পদস্থ কর্মকর্তাসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

(এসিজি/এএস/জানুয়ারি ১১, ২০১৭)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test