E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

হিলি ট্রেন ট্রাজেডি দিবস পালিত

২০১৭ জানুয়ারি ১৩ ১৭:৪৪:০৯
হিলি ট্রেন ট্রাজেডি দিবস পালিত

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের হিলিতে শোকাবহ পরিবেশে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শুক্রবার হিলি ট্রেন ট্রাজেডি দিবস পালন করা হয়েছে।
   

হিলি স্টেশন চত্বরে স্থানীয় রেলওয়ে একতা ক্লাবের উদ্যোগে ট্রেন দুর্ঘটনায় নিহতদের স্মরণে আয়োজিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন রেলওয়ে একতা ক্লাবের সভাপতি আমজাদ হোসেন খাঁন। এতে বক্তব্য রাখেন হাকিমপুুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলু, একতা ক্লাবের সাধারণ সম্পাদক রুহুল আমিন প্রমূখ। শেষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দিনটি স্মরণ করতে কালো ব্যাচ ধারণ করা হয়।

উল্লেখ্য, হিলি রেল স্টেশনের তৎকালীন স্টেশন মাস্টার ও পয়েন্টসম্যানের দায়িত্বহীনতার কারণে ১৯৯৫ সালের ১৩ জানুয়ারি রাত সোয়া ৯ টায় স্টেশনের ১নম্বর লাইনে দাঁড়িয়ে থাকা গোয়ালন্দ থেকে পার্বতীপুরগামী ৫১১ নম্বর লোকাল ট্রেনটির সাথে একই লাইনে ঢুকে পড়া সৈয়দপুর থেকে খুলনাগামী ৭৪৮ নং আন্তঃনগর সীমান্ত এক্সপ্রেস ট্রেনটির মর্মান্তিক মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বিকট শব্দে লোকাল ট্রেনটির ইঞ্জিনসহ দু’টি বগি দুমড়ে মুচড়ে যায়। এতে শতাধিক ট্রেন যাত্রী নিহত এবং দুই শতাধিক যাত্রী আহত হন। যদিও সরকারিভাবে নিহতের সংখ্যা ধরা হয়েছে ২৭জন। এই ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পরদিন ১৪ জানুয়ারি তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দুর্ঘটনস্থল হিলি রেল স্টেশন পরিদর্শন করে হতাহতদের ক্ষতিপূরণের আশ্বাসসহ দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের জন্য তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন। দুর্ঘটনার ২২ বছর পেরিয়ে গেলেও হতাহতদের অনেকেই এখন পর্যন্ত কোন প্রকার ক্ষতি পূরণ পাননি। একইভাবে আলোর মুখ দেখেনি সেই তদন্ত কমিটির তদন্ত প্রতিবেদন।

রেলওয়ে একতা ক্লাবের সভাপতি আমজাদ হোসেন খাঁন বলেন, হিলি রেল স্টেশনে ট্রেন দুর্ঘটনায় নিহতদের স্মরণে প্রতি বছরের কালো ব্যাচ ধারনসহ স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

(এসিজি/এএস/জানুয়ারি ১৩, ২০১৭)

পাঠকের মতামত:

১৮ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test